টুকরো খবর |
ঝোপ থেকে উদ্ধার শিশু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভরদুপুরে কে কাঁদছে? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল বালির সরখেলপাড়া এলাকায়। শেষমেশ স্থানীয় এক মহিলাই খুঁজতে খুঁজতে পৌঁছলেন পাড়ার পুকুর পাড়ে। দেখলেন ঝোপে ঘেরা কলাগাছের নীচে পড়ে একটি ব্যাগ। কান্নার শব্দ আসছে সেখান থেকে। ব্যাগটা হাতে নিয়েই তাঁর চোখ কপালে ওঠার জোগাড়! ভিতরে খালি গায়ে ছটফট করে কাঁদছে এক সদ্যোজাত। ওই মহিলাই ডাকলেন পাড়ার লোকেদের। খবর গেল পুলিশে। পুলিশ জানায়, একটি বেসরকারি স্কুলের পিছন দিকে ওই পুকুরটি কেউ ব্যবহার করেন না। ওই পুকুরের পাড়েই তিন দিন বয়সী ওই পুত্র সন্তানটিকে ফেলে যান কেউ। তদন্ত চলাকালীনই পুলিশ ও স্থানীয় লোকেদের চোখে পড়ে শিশুটির হাতে ঝুলছে হাসপাতালের টোকেন। স্থানীয় বাসিন্দা অনিমেষ দাস বলেন, “এলাকার এত ভিতরের একটা পুকুরপাড়ে কে ওই বাচ্চাটাকে ফেলে গেল বুঝতে পারছি না। তবে জায়গাটি তাঁর চেনা।” পুলিশ জানিয়েছে, জায়সবাল হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই সদ্যোজাতকে।তার হাতের টোকেন দেখেই শুরু হয়েছে তদন্ত।
|
ছাত্রভোটে উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
দু’দল ছাত্রের মধ্যে খানিক ধাক্কাধাক্কি। সেই নিয়ে রিষড়ার বিধান কলেজে পুলিশের সাময়িক নড়াচড়া বাদ দিলে, কলেজে ভোট নিয়ে মঙ্গলবার হুগলিতে বড় কোনও অশান্তি হয়নি। এ দিন হুগলির মোট তিনটি কলেজে নির্বাচন ছিল। প্রতিটিতেই টিএমসিপি-র প্রার্থীরা জয়ী হয়েছেন। কংগ্রেস বা সিপিএমের ছাত্র সংগঠনগুলি সে ভাবে দাঁত ফোটাতে পারেনি জেলায়। এ দিন রিষড়ার বিধানচন্দ্র কলেজে মোট ৪৭টি আসনে ভোটাভুটি হয়। হাড্ডাহাড্ডি লড়াই হয় সেখানে। টিএমসিপি পেয়েছে ২৪টি এবং ছাত্র পরিষদ পেয়েছে ২১টি আসন। এক দশকেরও বেশি সময় পরে ওই কলেজে হওয়া এ বারের নির্বাচনে শাসকদল জয়ী হয়েছে। পাণ্ডুয়ার খন্যান কলেজেও সব ক’টি আসনে জয়ী হয়েছে শাসক দল। শ্রীরামপুর কলেজে ৪৬টি আসনের মধ্যে ৪৪টি যায় শাসক দলের পক্ষে।
|
গাঁজা-সহ ধৃত ৩ যুবক
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
গাঁজা-সহ তিন যুবককে রবিবার দুপুরে হুগলি জেলার আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম পরিমল দেবনাথ, অসীম দেবনাথ এবং প্রদীপ দাস। তারা যথাক্রমে নবদ্বীপ, পূর্বস্থলী এবং ডানকুনির বাসিন্দা। ধৃত যুবকদের কাছ থেকে ৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা মিলেছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারী অফিসারদের দাবি, আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত ওই যুবকেরা। তারা দীর্ঘদিন ধরেই আরামবাগের বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করত। সোমবার ধৃতদের চুঁচুড়া আদালতে হাজির করানো হয়। তাদের দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
|
হুগলিতে প্রেস ক্লাব |
প্রেস ক্লাব হুগলির নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন হল গত ২৩ জানুয়ারি। শ্রীরামপুর স্টেশন-সংলগ্ন শহিদ গোপীনাথ স্মৃতি সুপার মার্কেটের তিন তলায় ওই ভবনটি তৈরি করেছে শ্রীরামপুর পুরসভা। কিছু দিন আগে সিঙ্গুরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভবনের উদ্বোধন করেন। এ দিন সন্ধ্যায় ভবনের দ্বারোদঘাটন করেন শ্রীরামপুরের পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, পরিষদীয় সচিব তপন দাশগুপ্ত, বিধায়ক সুদীপ্ত রায়, তপন মজুমদার, বৈদ্যবাটির পুরপ্রধান অজয়প্রতাপ সিংহ প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রাক্তন ফুটবলার কৃষ্ণগোপাল চৌধুরী গান শোনান। তবলায় সঙ্গত করেন তাঁরই এক সময়ের সতীর্থ সমীর চৌধুরী। অনুষ্ঠানে শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালের কর্তা ফণীগোপাল ভট্টাচার্য ঘোষণা করেন, খবর সংগ্রহে গিয়ে এই জেলার সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যদি আক্রান্ত হন অথবা দুর্ঘটনায় পড়েন, সে ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হলে ওই হাসপাতাল কর্তৃপক্ষ তা নিখরচায় করবে।
|
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা |
|
খুদে প্রতিযোগী। —নিজস্ব চিত্র। |
এইচএম এডুকেশন সেন্টারের বার্ষিক ক্রীড়া সম্প্রতি হয়ে গেল হিন্দমোটর কারখানার মাঠে। ছোটদের ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা ছিল চমকপ্রদ। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, এমনকী অতিথিদের নিয়েও প্রতিযোগিতা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দুস্তান মোটরসের ম্যানেজিং ডিরেক্টর উত্তম বসু, স্কুলের রেক্টর সুদীপ্তা বসু-সহ অনেকে। ভাইস প্রিন্সিপ্যাল সুনীতা রায়ের পরিচালনায় পুরো অনুষ্ঠান উপভোগ্য হয়ে ওঠে।
|
শিশু উৎসব |
সম্প্রতি শিশু উৎসব হয়ে গেল আমতার মান্দারিয়া ক্লাব প্রাঙ্গণে। মান্দারিয়া শিশুতীর্থ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করে স্থানীয় একদল শিশু। উপস্থিত ছিলেন আমতা-১ ব্লকের সিরাজবাটি গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস দত্ত-সহ আরো অনেকে। বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দেয় ৪৫০ জন শিশু। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসরও বসেছিল।
|
শস্যবিমার দাবি |
নাবিধসা রোগে আলু নষ্ট হয়ে যাওয়ায় শস্যবিমার দাবি তুলে গোঘাটের বদনগঞ্জ-ফলুই ২ পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি দিলেন ওই এলাকার চাষিরা। তাঁদের অভিযোগ, স্থানীয় তিলারি কৃষি উন্নয়ন সমবায় সমিতি থেকে কৃষিঋণ নিয়ে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আলু চাষ করেছিলেন। কিন্তু নাবিধসায় প্রায় ৬০ শতাংশ জমির আলু নষ্ট।
|
সুচিত্রা-স্মরণে |
সদ্য প্রয়াত অভিনেত্রী সুচিত্রা সেনের স্মরণে সভা হয়ে গেল বাগনান এনডি ব্লকে। সাংস্কৃতিক পর্ষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। ছিল মহানায়িকার বাংলা চলচ্চিত্রে অভিনয় সম্পর্কে আলোচনা।
|
জাল নোট |
মঙ্গলবার রাতে হাওড়া স্টেশনে সাত লক্ষ ৪৫ হাজার টাকার জাল নোট-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম আইজ্যাক খান ও জিলান শেখ। তাদের বাড়ি মুর্শিদাবাদের জঙ্গিপুরে। তারা বেঙ্গালুরু যাচ্ছিল। |
|