|
|
|
|
শিলচরে দু’বছরে উদ্ধার ১৭ তরুণী
নিজস্ব সংবাদদাতা • শিলচর
২৮ জানুয়ারি |
শিলচরের যৌনপল্লি থেকে দু’বছরে ১৭ জন তরুণীকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে অসমের বিভিন্ন জেলার তরুণীরা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন মেঘালয় এবং পশ্চিমবঙ্গেরও ছ’জন। পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্র নেপালের দুই তরুণী।
কাছাড় ও মেঘালয়ের পুলিশ এবং অসম পুলিশের সিআইডি যৌথ অভিযানে গুয়াহাটি গাঁধী বস্তির এক তরুণীকে উদ্ধার করে।
কাছাড়ের পুলিশ সুপার দিগন্ত বরা জানান, মেঘালয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে দু’রাজ্যের পুলিশ এর আগেও অভিযান চালিয়ে চারজনকে উদ্ধার করেছে। ওই সংগঠনই জাতীয় মহিলা কমিশনকে জানিয়েছিল, আরও কয়েকজন মহিলাকে আটকে রাখা হয়েছে শিলচরের যৌনপল্লিতে। কমিশন দু’রাজ্যের পুলিশ প্রধানকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। শিলং থেকে ৭ জনের একটি পুলিশ দল কাছাড়ে আসেন। গুয়াহাটি থেকে আসেন অসমের সিআইডি-র তিন অফিসার। যৌনপল্লিতে অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় ২৫ বছর বয়সি গুয়াহাটির এক তরুণীকে।
ওই যুবতীর অভিযোগ, ৭ বছর আগে কাজে ঢুকিয়ে দেওয়ার নাম করে এক আত্মীয় তাঁকে সেখানে বিক্রি করে গিয়েছিল। আড়াই বছর আগে তাঁর একটি ছেলে হয়।
পুলিশ সুপার জানান, প্রতিটি থানাকে বলা হয়েছে এ সব ক্ষেত্রে সময় নষ্ট না-করে দ্রুত পদক্ষেপ করতে। দিগন্তবাবু বলেন, উদ্ধারের পর ওই তরুণীদের বাড়ি ফেরাতে নানা সমস্যা হয়। স্বেচ্ছাসেবী সংস্থাগুলি তখন সাহায্য করে। |
|
|
|
|
|