|
|
|
|
হাইলাকান্দিতে মুক্ত ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • শিলচর
২৮ জানুয়ারি |
হাইলাকান্দি জেলার রামনাথপুর থেকে অপহৃত দু’জন ব্যবসায়ী মুক্তি পেয়েছেন। ১৭ জানুয়ারি একসঙ্গে তাঁদের অপহরণ করা হয়েছিল।
আজ সকালে ২৮ বছরের নিতুষ দাসকে উদ্ধার করা হয়। গত রাতে ১১টা নাগাদ মুক্তি পান টুকলু দাস। তাঁদের মুক্তিকে পুলিশ নিজেদের অভিযানের সাফল্য বলে দাবি করেছে। সাধারণ মানুষের অনুমান, মোটা টাকা মুক্তিপণের বিনিময়েই বাড়ি ফিরেছেন তাঁরা। অপহৃতদের পরিবার অবশ্য এ নিয়ে মন্তব্য করতে চাননি।
মুক্তির পর দুই ব্যবসায়ী জানিয়েছেন, প্রথম থেকেই তাঁদের আলাদা জায়গায় রাখা হয়েছিল। মারধরও করা হয়। নিতুষবাবুর বক্তব্য, কেন তাঁকে ছাড়া হল তা বুঝতে পারেননি। আচমকা অপহরণকারীরা জানায়, তিনি বাড়ি ফিরতে পারেন। পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। টুকলুবাবু জানান, অপহরণকারীদের একটি দল তাঁকে পাহাড়ঘেরা রাজারথল গ্রামে ছেড়ে যায়। গ্রামবাসীদের সাহায্যে তিনি রামনাথপুর থানায় পৌঁছন।
এ দিকে, জঙ্গিদের ‘লিঙ্কম্যান’ সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত রাজীব ঠাকুর ও সুশান্ত দাসের বাড়ি রামনাথপুরে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক রাহুল রায় অপহরণকাণ্ডে পুলিশ সুপার ব্রজেন্দ্রসিংহ রায়ের ব্যর্থতার অভিযোগ করেন। তাঁর কথায়, “দক্ষিণ হাইলাকান্দিতে একের পর এক অপহরণ ঘটছে। পুলিশ কিছুই করতে পারছে না। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
পুলিশ সুপার জানান, প্রাক্তন বিধায়ক রাহুলবাবুর ব্যক্তিগত দেহরক্ষী সরিয়ে নিয়েছিলেন তিনি। গাড়িতে হুটার বাজানোও বন্ধ করেন। সে জন্যই রাহুলবাবু তাঁর বিরুদ্ধে ক্ষোভ তৈরি করতে চাইছেন। |
|
|
|
|
|