হাসপাতালে ঢুকে এক শল্য চিকিৎসককে সোমবার রাতে হেনস্তা করার অভিযোগ উঠল কালনা মহকুমা হাসপাতালে। মঙ্গলবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ কালনা থানায় অভিযোগ দায়ের করেছেন। দাবি করা হয়েছে, সোমবার রাতে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন স্নেহাংশু কলা নামে এক শল্যচিকিৎসক। তখন কিছু লোকজন হাসপাতালে ঢুকে তাঁকে হেনস্তা করে বলে অভিযোগ। হেনস্তার সময়ে চিকিৎসকের গলায় থাকা সোনার হার খোয়া গিয়েছে বলে অভিযোগ।
যদিও ওই শল্য চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির পাল্টা অভিযোগ করেছেন কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ। তিনি বলেন, “শহরের বড়মিত্র পাড়ার বাসিন্দা বিপতুন বন্দ্যোপাধ্যায় মোটর বাইক দুর্ঘটনায় আহত হন। ওই যুবককে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই শল্য চিকিৎসক তাঁর চিকিৎসা করতে চাননি বলে অভিযোগ পেয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি অভিযোগ সত্যি।”
কালনা হাসপাতালের সুপার অভিরূপ মণ্ডল জানান, ওই শল্য চিকিৎসক হেনস্তার অভিযোগ করার পরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বলেন, “ওই চিকিৎসক কতর্ব্যে গাফিলতি করেছেন, এ রকম কোনও অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ এখনও পাননি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।” বারবার ফোন করলেও শল্য চিকিৎসক স্নেহাংশু কলার ফোন বেজে গিয়েছে। ফলে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। |