বাণিজ্য মেলার শেষ দিনে শিল্পশহর হলদিয়ার পরিকাঠামো উন্নয়নে আরও নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন তমলুকের সাংসদ তথা হলদিয়া উন্নয়ন পর্ষদ (এইচডিএ)-এর চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। রবিবার ‘হলদিয়া বাণিজ্য মেলা-২০১৪’-এর সমাপ্তি অনুষ্ঠানে শুভেন্দুবাবু বলেন, “কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ন্ত্রণ উঠে যাওয়ার পর হলদিয়ায় সাত হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে। হলদিয়া এনার্জি লিমিটেড ইতিমধ্যেই ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। তা ছাড়া ইন্ডিয়ান পাওয়ার কোম্পানি লিমিটেডের ২ হাজার চারশো কোটি টাকা বিনিয়োগে ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ জোরকদমে চলছে।” সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত, কৃষি বিপণন মন্ত্রী অরূপ বিশ্বাস, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা, হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান মণীশ জৈন-সহ প্রশাসনিক আধিকারিকরা। |
অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী, মণীশ গুপ্ত। ছবি: আরিফ ইকবাল খান। |
শুভেন্দুবাবু জানান, হলদিয়ার কুকড়াহাটিতে একটি সংস্থাকে ৪০ একর জমি দেওয়া হয়েছে। ওই জমিতে একটি জাহাজ মেরামতির কারখানা গড়ে উঠবে। এইচডিএ হলদিয়া টাউনশিপে একটি আধুনিক মানের বাসস্ট্যান্ডও তৈরি করবে। তাছাড়াও হলদিয়া বন্দর কর্তৃপক্ষের দেওয়া ১০ কোটি টাকায় হলদিয়া শহরের পরিকাঠামো উন্নয়নের কাজ করা হবে। শুভেন্দুবাবু বলেন, “যে সব শিল্পসংস্থা জমি ফেলে রেখেছেন তারা আগামী জুন মাসের মধ্যে কাজ শুরু না করলে জমি ফেরত নেওয়ার জন্য আইনি পদক্ষেপ করা হবে।” বিদ্যুৎমন্ত্রী বলেন, “আগামী দিনে লোডশেডিং কী তা মানুষ বুঝতে পারবেন না। বিদ্যুৎ বিভ্রাট রুখতে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে।” হলদিয়ায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত কৃষি বাজার গড়ে তোলার কথা জানান কৃষি বিপণন মন্ত্রী। ২০১৫ সালে মেলা এগারো দিনের হবে বলে জানানো হয়। |