টুকরো খবর
ফের সোনার বিস্কুট আটক সীমান্তে, ধৃত ১
৫০ লক্ষ টাকারও বেশি মূল্যের ১৬টি সোনার বিস্কুট-সহ এক ব্যক্তিকে ধরল বিএসএফ। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাংলাদেশ সীমান্তবর্তী বিথারি গ্রাম থেকে সহিদুল ইসলাম মণ্ডল নামে ওই ব্যক্তিকে সোনা-সহ আটক করে ১৫২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। পরে স্বরূপনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। দিন দুয়েক আগেও বনগাঁর পেট্রাপোল সীমান্তে ২২টি সোনার বিস্কুট-সহ এক জনকে ধরেছিল বিএসএফ। তেঁতুলিয়া শুল্ক দফতর সূত্রে জানানো হয়েছে, শুক্রবার রাত ৯টা নাগাদ বিথারি খেলার মাঠে বিস্কুট-সহ সহিদুলকে ধরে বিএসএফ। তার সঙ্গীরা অবশ্য পালিয়ে যায়। বিথারি ও হাকিমপুর বাজারে সহিদুলের কাপড়ের দোকান রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর অক্টোবরেও সহিদুলের কাছ থেকে ২২টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছিল। জামিনে ছাড়া পাওয়ার পরে ফের পাচারের কাজে জড়িয়ে পড়ে সে। পুলিশ এবং বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্বরূপনগর সীমান্ত দিয়ে সোনা পাচারের ঘটনা খুবই বেড়ে গিয়েছে। গত এক বছরে বেশ কয়েক কোটি টাকার সোনা, চন্দন কাঠ, হেরোইন উদ্ধার হয়েছে। ধরাও পড়েছে বেশ কিছু দুষ্কৃতী। সম্প্রতি ওই তেঁতুলিয়া সেতু থেকেও বেশ কয়েক লক্ষ টাকার রুপো ও কয়েক লক্ষ টাকা নগদ উদ্ধার করেছিল বিএসএফ। বাসিন্দারা মনে করছেন, বিএসএফের পাশাপাশি পুলিশও যদি আর একটু তৎপর হয়, তবে পাচারকারীদের দৌরাত্ম্য অনেকটাই কমবে।

বধূর ঝুলন্ত দেহ উদ্ধার
—নিজস্ব চিত্র।
এক গৃহবধূর ঝুলন্ত দেহ মিলল বাড়ির অদূরেই একটি বাঁশবাগানে। শনিবার রাতে দেগঙ্গার জামালপুর গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম হামিদা বিবি (৪২)। তাঁর ছেলে সেলিম মণ্ডলের দাবি, পরিকল্পিত ভাবে তাঁর মাকে খুন করে গাছের ডালে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ওই রাতেই গ্রামে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠায় বলে থানা সূত্রে জানানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, হাদিপুর ঝিকড়া-২ পঞ্চায়েতের জামালপুরের বাসিন্দা আমিনুল মণ্ডলের বারাসতে দোকান রয়েছে। সেলিমের দাবি, সন্ধ্যা সাতটা থেকে মায়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইলও সুইচ্ড অফ ছিল। সে সময়ে আমিনুলও দোকানে ছিলেন। রাতে বাড়ি ফিরে সব জানতে পেরে প্রতিবেশীদের নিয়ে ফের খোঁজাখুজি শুরু করেন তিনি। পুলিশ জানায়, রাত ২টো নাগাদ বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে এক বাঁশ বাগানে জাম গাছে হামিদাকে ঝুলতে দেখেন তাঁরা। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে এক জোড়া জুতো, চাদর ও অন্তর্বাস উদ্ধার হয়েছে। কিন্তু তাঁর মোবাইল ফোনটি পাওয়া যায়নি। মৃতার স্বামী আমিনুল মণ্ডলের দাবি, তাঁর স্ত্রীর উপর অত্যাচার চালিয়ে খুন করেছে দুষ্কৃতীরা।

পিকনিক থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ১
দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে পর্যটকদের একটি বাসের সংঘর্ষে মৃত্যু হল এক যাত্রীর। জখম হয়েছেন ১৮ জন। তাঁদের মধ্যে ১২ জনকে দ্বারিকনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং ৬ জনকে কলকাতায় এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বকখালি-নামখানা রোডে জেটিঘাটে মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মহম্মদ আব্দুল কালাম (২০)। তিনি কলকাতার বেলগাছিয়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রের খূবর, কলকাতার বেলগাছিয়া এলাকা থেকে তিনটি মিনি বাসে করে ৬০-৭০ জন রবিবার সকালে পিকনিক করতে বকখালিতে এসেছিলেন। সন্ধে সাড়ে ৭টা নাগাদ তাঁরা বাড়ি ফিরছিলেন। নামখানার দিকে আসার সময় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে। গুরুতর জখম হন বাসের ১৯ জন যাত্রী। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্বারিকনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে মহম্মদ আব্দুল কালামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মিনিবাসটি আটক করেছে পুলিশ। চালক পলাতক।

গাঁজা, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৩ দুষ্কৃতী
চোরাই মোটরবাইক, গাঁজা ও আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার মাটিয়া-আড়বালিয়া রাস্তা থেকে তাদের ধরে বাদুড়িয়া থানার পুলিশ। ধৃতেরা হল শাসনের মহিষগাদির বাসিন্দা বসিরউদ্দিন ওরফে বসির, বসিরহাটের বেগমপুরের বাসিন্দা নূর ইসলাম ওরফে গুড় ও ওড়িশার কেন্দাপাড়ার বাসিন্দা প্রশান্ত খাঁটুয়া। ধৃতদের কাছ থেকে এক রাউন্ড গুলি ও রিভলবার এবং একটি ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বহু অভিযোগ রয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.