টুকরো খবর |
আজ চার্জ গঠন
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রাম নিখোঁজ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য পরবর্তী দিন ধার্য হল আজ, মঙ্গলবার। সোমবার প্রাক্তন এক আইনজীবীর মৃত্যুর কারণে জেলা আদালতে মামলার শুনানি বন্ধ ছিল। ফলে অভিযুক্ত সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ-সহ অন্য অভিযুক্তরা আদালতে হাজির হলেও শুনানি হয়নি। বিচারক অভিযুক্তদের মঙ্গলবার হাজির হতে বলেন।
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
খাল থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। সোমবার তমলুকের ডুমরাগামী রাস্তার পাশে এক জায়গায় খালে নিতাই নায়েক (৫০) নামে ওই ব্যক্তির দেহ ভাসতে দেখা যায়।
|
নয়ানজুলিতে বাস
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বাস উল্টে জখম হলেন ২০ জন যাত্রী। সোমবার সকালে ঘাটাল থানার ইড়পালায় বরদা-ইড়পালা সড়কে পাঁশকুড়াগামী একটি বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায় এবং পাশের নয়ানজুলিতে উল্টে যায়। সাময়িক ভাবে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
|
শ্লীলতাহানি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার চন্দ্রকোনা থানার তাতারপুরে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত সঞ্জয় মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে রবিবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
বিজেপি-র সভা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ব্রিগেড ভরানোর লক্ষ্যে সোমবার দুপুরে বিনপুরের দহিজুড়িতে মিছিল করল তৃণমূল। বিকেলে ঝাড়গ্রাম শহর তৃণমূলের উদ্যোগে অরণ্যশহরেও মিছিল হয়। ৫ ফেব্রুয়ারি ব্রিগেডে দলীয় সমাবেশে জমায়েতের উদ্দেশ্যে এ দিন বিকেলে লোধাশুলিতে সভা করে বিজেপি। |
|