প্রবন্ধ ২...
বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালেও ভয় কাটবে কি
০০৮ সাল থেকে বিশ্বের অর্থব্যবস্থায় যে সঙ্কটের ছায়া ঘনীভূত হয়েছিল, আশা করা যাচ্ছে বর্তমান বছরে তা অবশেষে কাটতে পারে। অনেকেই অন্তত তেমন একটা আশা করছেন। এই আশা কতটা চরিতার্থ হবে, সেটা অনেকাংশেই নির্ভর করছে আমেরিকার অর্থব্যবস্থার উপরে। সঙ্কট মোচনের আশাটাও এই মহাপ্রতাপশালী অর্থব্যবস্থাটার পর্যায়ক্রমে উন্নতিকে ঘিরেই দানা বেঁধে উঠছে। আমেরিকার অর্থব্যবস্থার উন্নতি যদি অব্যাহত থাকে, তবে বিশ্বের সামগ্রিক অর্থব্যবস্থাতেও সঙ্গে সঙ্গে উন্নতির আশা আছে। অবশ্য যদি নতুন করে আবার কোনও অঘটন না ঘটে।
ভারতীয় অর্থনীতিতেও কি উন্নতির দিকে অগ্রগতির সম্ভাবনা আছে? ক্রমান্বয়ে খারাপ হতে থাকা আর্থিক অবস্থা দেশ জুড়ে এক হতাশার মনোভাব সৃষ্টি করেছে। জাতীয় আয় বৃদ্ধির মাত্রা বার্ষিক গড় ৯ শতাংশ থেকে ২০১২-১৩ সালে ৫ শতাংশে ঠেকেছিল। ২০১৩-১৪ সালে আরও কমে আনুমানিক ৫.৫ শতাংশ হবে। পাশাপাশি, মূল্যস্ফীতির হার বেড়ে চলেছে। এটা খুবই দুশ্চিন্তার কারণ। সেই কারণেই এই প্রশ্ন। ২০১৪-১৫ আর্থিক বছরে আমাদের অর্থব্যবস্থায় কি উন্নতির কোনও আশা আছে?
নানা কারণে সেই সম্ভাবনা কম। প্রথমত, আমাদের অর্থনীতির বিভিন্ন উৎপাদন ক্ষেত্র, বিশেষত কৃষি ও শিল্প উৎপাদনক্ষমতা হারিয়ে আজ দুর্বল। উৎপাদনী শক্তি ফিরিয়ে এনে এদের নতুন ভাবে উজ্জীবিত করে তুলতে হবে। এ রকম কোনও প্রচেষ্টা দেখা যাচ্ছে না। নতুন সরকার নির্বাচনের পরে যদি বা এ ব্যাপারে সক্রিয় হয়, ফল পেতে সময় লাগবে। এ ক্ষেত্রে দুটো কথা বলে রাখতে চাই।
এক, শিল্পক্ষেত্রে এ বছর উৎপাদন বৃদ্ধির হার বড়জোর ১ শতাংশ হবে। আজ কত বছর হয়ে গেল, এ ক্ষেত্রে ৫ শতাংশ বৃদ্ধি হয়নি। বরং কমতে কমতে আজ এমন পর্যায়ে আমরা এসেছি, যেখানে কোনও মাসে ০.৫ শতাংশ উৎপাদনবৃদ্ধি হলে দিকে দিকে হাততালি পড়ে, বলা হয় এ বার পুনরুজ্জীবন হবে! সব থেকে বড় কথা, শিল্পের শোচনীয় অবস্থা নিয়ে কোনও দুশ্চিন্তাও কোথাও দেখি না। যেটা দেখতে পাই সেটা হল, এই মরণাপন্ন উৎপাদনী ক্ষেত্রটিকে শোষণের সব রকম প্রচেষ্টা ও কাজকর্ম।
দুই, কৃষি উৎপাদনের ধারাবাহিক গতিবিধি ও তার সঙ্গে বার্ষিক বৃষ্টিপাতের সম্পর্ক লক্ষ করলে দেখা যাবে, দুটোর পারস্পরিক সম্পর্ক যেন ক্ষীণ হয়ে আসছে। ভাল বৃষ্টি হলেই যে কৃষিক্ষেত্রে উৎপাদন ও আয় যে বিপুল হারে বৃদ্ধি পাবে, এমন কোনও কথা নেই। গত বছরে ভাল বৃষ্টি হয়েছে। তা সত্ত্বেও কৃষিক্ষেত্রে আয় বৃদ্ধি আশা করা হচ্ছে মাত্র ৩ শতাংশ। প্রসঙ্গত, সাম্প্রতিক কালে গ্রামীণ আয়ে যে বৃদ্ধির কথা বলা হয়ে থাকে, তার কতটা গ্রামীণ উৎপাদনের জন্য, তা ঠিক করে বলা মুশকিল। এই বৃদ্ধির উৎস হয়তো অনেকটাই কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেটজনিত।
পরিষেবা এখন আমাদের জাতীয় আয়ের প্রায় ৬০ শতাংশ দিয়ে থাকে। এই ক্ষেত্রটিতে গত দু’বছর ধরে বৃদ্ধির হার কমতে শুরু করেছে। ২০১৩-১৪ সালে এই ক্ষেত্রে বৃদ্ধির হার মাত্র ৬.৫ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে। এর পিছনে কারণ অনেক। তবে আমার মতে, শিল্পক্ষেত্রে দুরবস্থা ও টাকার মূল্যহ্রাসই মূলত দায়ী। একটা ব্যাপার খুবই স্পষ্ট। কৃষি ও শিল্পের মতো উৎপাদনী ক্ষেত্রগুলোকে উজ্জীবিত করতে না পারলে পরিষেবা ক্ষেত্রগুলোতে সুস্থায়ী বৃদ্ধি হয়তো আর সম্ভব হবে না।
মূল্যস্ফীতি কেন এত চড়া? কেন কমানো যাচ্ছে না? নতুন আর্থিক বছরেও (২০১৪-১৫) আমাদের এই সমস্যা নিয়েই থাকতে হবে। এবং এই কারণে জাতীয় আয়ের বৃদ্ধিও ব্যাহত হতে থাকবে বলেই মনে হয়। এ দিকে অর্থমন্ত্রী এখনও বদ্ধপরিকর, বাজেট ঘাটতি ৪.৮ শতাংশের মাত্রাকে ছাড়াতে দেবেন না। কাজেই সরকারি খরচ বাড়িয়ে আয় বৃদ্ধির যে পথ আগে নেওয়া হয়েছে, এ বার তা বন্ধ।
অন্য দিকে, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর আর অর্থমন্ত্রী হাতে হাত মিলিয়ে একটা ভাল কাজ করেছেন। যাকে আমরা চলতি খাতে ঘাটতি (কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা সি এ ডি) বলি, তার মাত্রা কমিয়ে আনতে সফল হয়েছেন। আশা করা যায়, ২০১৩-১৪ আর্থিক বছরের শেষে এই ঘাটতির মাত্রা ৩ শতাংশের নীচেই হবে।
এটা খুব ভাল কথা। কিন্তু তা সত্ত্বেও দু’একটা সংশয় থেকেই যাচ্ছে। এক, সি এ ডি’র মাত্রা কমে এলেও টাকার মূল্য দুর্বলই রয়ে গেছে এবং তার প্রবণতা কিন্তু আরও কমে যাওয়ার দিকেই। সেটা কেন ও কী কারণে, সেই আলোচনার সুযোগ এখানে নেই। দুই, সি এ ডি’র মাত্রা জোর করে কমিয়ে রাখা হচ্ছে, অর্থাৎ লাগাম দিয়ে রাখা হয়েছে। যেমন, সোনা আমদানি কমানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই লাগাম হালকা করলে আর রক্ষা নেই। অন্য দিকে, এই লাগাম বেশি দিন চালু রাখলে অর্থব্যবস্থার আরও ক্ষতির আশঙ্কা।
তা হলে, সামগ্রিক ভাবে আমাদের দেশের অর্থব্যবস্থা কী অবস্থায় রয়েছে? খুব অল্প কথায়, বহুমুখী ও জটিল সব সমস্যায় তা জর্জরিত। সমাধানই সমস্যা বাড়াচ্ছে। এবং, আমাদের সমস্যার অনেকটাই অভ্যন্তরীণ ব্যাপারের জন্য, যেখানে বিশেষ করে বলতে হয় বহু দিন ধরে সরকারি নিষ্ক্রিয়তা ও ঔদাসীন্যের কথা। তাই, বিশ্ব অর্থব্যবস্থায় উন্নতির আশা দেখা গেলেও আমাদের ঘরে যে সূর্যের আলো আসবে, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। এখন আমরা আগামী সাধারণ নির্বাচনের জল্পনাকল্পনায় ব্যস্ত। আর কিছু দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা হবে, তার পর তো আর কথাই নেই। সরকার নাম-কা-ওয়াস্তে থাকবে, আমলারা কিছু করতে পারবেন না, অন্তর্বর্তী কাজ ঢালাও গোছের একটা বাজেট হয়তো থাকবে, তার পরে অর্থনীতির ‘ছুটি’।
সব মিলিয়ে দেখলে বলা যায়, ২০১৪-১৫-এর আর্থিক বছরটা, মোটামুটি ভাবে, অনিশ্চয়তার বছর।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.