|
|
|
|
ঝাড়খণ্ডে ল্যান্ডমাইন ফেটে হত ১ জওয়ান
নিজস্ব সংবাদদাতা • রাঁচি
২৭ জানুয়ারি |
গিরিডিতে মাওবাদীদের ল্যাণ্ডমাইন বিস্ফোরণে উড়ল নিরাপত্তাবাহিনীর গাড়ি। হামলায় নিহত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। আহত তাঁর ১০-১২ জন সহকর্মী। চিকিৎসার জন্য সকলকে রাঁচিতে নিয়ে আসা হয়েছে।
পুলিশ জানায়, আজ দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। দু’দিন আগে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের সঙ্গে যুক্ত কয়েকজন কর্মীকে মাওবাদীরা অপহরণ করেছিল। অপহৃতদের খোঁজে আজ সকাল থেকেই গিরিডি পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তল্লাশি করছিলেন। বিস্ফোরণ হয় তখনই।
পুলিশ জানিয়েছে, শনিবার গিরিডির নবকানিয়া এলাকা থেকে কেন্দ্রীয় প্রকল্পের পাঁচ কর্মী অপহৃত হন। রবিবার তল্লাশি অভিযান শুরু করে প্রশাসন। রাজ্য পুলিশের দাবি, চাপের মুখে আজ সকালে অপহৃতদের মুক্তি দেয় জঙ্গিরা।
গিরিডির পুলিশ সুপার ক্রান্তিকুমার ঘরদেশি জানান, পীরটাঁড় থানা এলাকার ঢোলকাট্টা জঙ্গলে গাড়িতে টহল দিচ্ছিলেন যৌথ বাহিনীর জওয়াররা। ওই সময় পরপর কয়েকটি বিস্ফোরণ হয়। ক্ষতিগ্রস্ত হয় পুলিশের কয়েকটি গাড়ি। ঘটনাস্থলেই এক জওয়ানের মৃত্যু হয়।
রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের নেতৃত্বে পুলিশের একটি বড় দল সন্ধ্যা থেকে ওই জঙ্গলে মাওবাদীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। হামলার পর জঙ্গলে দফায় দফায় যৌথ বাহিনীর জওয়ানদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ চলেছে। ডিজিপি বলেন, “মাওবাদীরা পুলিশের চাপের মুখে অপহৃতদের ছাড়তে বাধ্য হয়েছে। জঙ্গিদের পিছনে ধাওয়া করছি। জঙ্গলে আরও ল্যাণ্ডমাইন রয়েছে।” |
|
|
|
|
|