|
|
|
|
মণিপুরে কংগ্রেসের প্রথম সংখ্যালঘু প্রার্থী রাজ্যসভায়
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
২৭ জানুয়ারি |
শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটে কোপ পড়ার আশঙ্কায় মণিপুরে এই প্রথম রাজ্যসভায় মুসলিম প্রার্থী দিল কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সঙ্গে আলোচনার পরে মণিপুরের একমাত্র রাজ্যসভা আসনে হাজি আবদুল সালামের মান চূড়ান্ত করল কংগ্রেস হাইকমান্ড। গত কয়েকদিন ধরেই, মুসলিম সাংসদ চেয়ে রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠন আন্দোলন চালাচ্ছিল। কংগ্রেসের এই সিদ্ধান্তে তারা খুশি।
বর্তমানে মণিপুরের রাজ্যসভা সাংসদ রিসাং কেইসিং সংসদেরই সব চেয়ে বয়জ্যেষ্ঠ সাংসদ। ৯৬ বছরের কেইসিংকে যে সরানো হবে তা প্রায় নিশ্চিত ছিল। যদিও কেইসিং নিজে ফের মনোনয়ন চাইছিলেন। সংবাদমাধ্যমকে জানান, “দৈহিক ও মানসিক ভাবে আমি দিব্য আছি। দল দায়িত্ব দিলে ফের সাংসদ হতে রাজি।” কিন্তু প্রদেশ কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের দু’টি আসনেই জিততে মরিয়া। রাজ্যে কংগ্রেস-বিরোধীদের অভিযোগ, অনুন্নয়ন ও বিভিন্ন দুর্নীতিতে নাজেহাল কংগ্রেসের কাছে রাজ্যের ১২ শতাংশ মুসলিম ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের খুশি করতেই এই সিদ্ধান্ত।
মণিপুরের হিন্দু ও খ্রিস্টান প্রতিনিধিরা রাজ্যসভার সাংসদ হলেও মেইতেই-পাঙ্গাল নামে পরিচিত, রাজ্যের সংখ্যালঘু মুসলিম শ্রেণির কোনও মানুষ এর আগে রাজ্যসভার সাংসদ হননি। মণিপুরের মুসলিম জনসংখ্যা প্রায় তিন লক্ষ। কয়েক দিন ধরেই রাজ্যের ৮টি মুসলিম সংগঠন সনিয়া, রাহুল ও প্রদেশ কংগ্রেসের কাছে রাজ্যসভায় প্রতিনিধিত্ব চেয়ে দরবার করছিল। জমা পড়ে যৌথ স্মারকলিপিও। যৌথ সংগঠনের তরফে প্রাক্তন স্পিকার মনিরুদ্দিন শেখ, প্রাক্তন মন্ত্রী আবদুল সালাম ও চিকিৎসক সৈয়দ বুরহানউদ্দিনের নাম প্রার্থী হিসাবে জমা দেওয়া হয়।
৬০ সদস্যের বিধানসভায় কংগ্রেসের বিধায়ক ৪২ জন। তাই কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত। দিল্লি যেতে চেয়ে দলের বহু প্রবীন নেতাই প্রার্থী পদের জন্য লাইন দিয়েছিলেন। কিন্তু প্রদেশ কংগ্রেস ও এআইসিসি সবদিক ভাবনাচিন্তা করে আবদুল সালামকেই প্রার্থী মনোনীত করেছে। সালাম প্রথমে মণিপুর পিপল্স পার্টির হয়ে বিধায়ক হয়েছিলেন। তিনি মন্ত্রীও হন। পরবর্তী কালে কংগ্রেসে যোগ দেন। সালাম আজ তাঁর মনোনয়নপত্র জমা দেন।
অন্য দিকে, মেঘালয়ে রাজ্যসভার সাংসদ পদে ওয়ানসুক সিয়েমের পুনর্নির্বাচন নিশ্চিত। ৬০ আসনের বিধানসভায় কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা ৪৩। গত বছর, উপনির্বাচনে জিতে, রাজ্যের প্রথম মহিলা সাংসদ হয়েছিলেন তিনি। |
|
|
|
|
|