|
|
|
|
টোল নিয়ে তাণ্ডব মহারাষ্ট্রে, ধৃত ৭২
সংবাদ সংস্থা • মুম্বই
২৭ জানুয়ারি |
টোলপ্লাজা নিয়ে গোলমাল আজ ব্যাপক আকার নিল মহারাষ্ট্রে। সপ্তাহ দু’য়েক ধরেই গোলমাল চলছিল। কাল মহারাষ্ট্র নব নির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরের একটি মন্তব্যের পরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। গত কাল রাত থেকে মহারাষ্ট্রের বিভিন্ন শহরে ভাঙচুর চালানো হয়েছে একের পর এক টোলপ্লাজায়। দহিসারের একটি টোলপ্লাজায় ভাঙচুরের ঘটনায় মোট ৭২ জন এমএনএস কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন এমএনএসের এক বিধায়কও। নাম প্রবীণ দাড়েকর।
গত ১৬ জানুয়ারি টোল আদায় নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল মহারাষ্ট্রের বিভিন্ন শহরে। টোলপ্লাজায় ভাঙচুর চালানো ও টোলকর্মীদের মারধরের অভিযোগে সে সময় কয়েক জন এমএনএস কর্মী গ্রেফতারও হন। কিন্তু পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করে কাল রাতের পর থেকে। একটি সভায় এমএনএস প্রধান রাজ ঠাকরে সমর্থকদের উদ্দেশে বলেন, “টোলপ্লাজায় কোনও কর দেবেন না। টাকা চাইলে উল্টে সেখানে ভাঙচুর চালান। তার পর যা হয় দেখা যাবে।” ব্যস। এই হুমকির পরে আর বসে থাকেননি এমএনএস কর্মীরা। মুম্বই, নভি মুম্বই, কল্যাণ, দহিসার, ঠাণে, নাগপুর, নাসিক, পুণে, ঔরঙ্গাবাদ। বিভিন্ন শহরে একের পর এক টোলপ্লাজায় প্রতিবাদের নামে কার্যত তাণ্ডব চালিয়েছেন তাঁরা। ভাঙচুরের সঙ্গে সঙ্গে চলেছে টোলকর্মীদের ধরে মারধরও।
রাজ ঠাকরের বক্তব্য, গোটা মহারাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তাগুলি গর্তে ভরা। কর দেওয়া সত্ত্বেও পুরসভার ঠিকাদারেরা সেগুলি সারানোর ব্যবস্থা করে না। সুতরাং কর না দিয়েই প্রতিবাদের রাস্তায় হাঁটবে এমএনএস। দলের তরফে অখিলেশ চৌবের সাফাই, “আমরা নৈরাজ্যবাদী নই। তবে আইনকে নিজের হাতে নিতে এক রকম বাধ্য হয়েছেন কর্মীরা। গোটা রাজ্য টোল কর মুক্ত হওয়ার পরই আমাদের প্রতিবাদ থামবে।”
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। তিনি এমএনএস কর্মীদের সতর্ক করেছেন। সংযত না হলে প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়ে রেখেছেন পওয়ার। নাম না করে রাজ ঠাকরেকেও এক হাত নিয়েছেন তিনি। এনসিপি নেতার কথায়, “কোনও রাজনৈতিক দলের প্রধানের উস্কানিতে রাজ্য জুড়ে তাণ্ডব হবে, প্রশাসন তা কখনও মেনে নেবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভাঙচুর আর তাণ্ডবটা উন্নত মহারাষ্ট্রের সংস্কৃতি নয়।” |
|
|
|
|
|