নগদ টাকা ও পাঁচটি মোবাইল লুঠ করে পালাল ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল। রবিবার ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের বাঘাসন মালডাঙা রোডে বাঘাসন মোড়ের একটি পেট্রোল পাম্পে। অভিযোগ, মারধর করা হয়েছে পাম্পের কর্মীদেরও। এই ঘটনার পরেই দোষীদের গ্রেফতারের দাবিতে বাঘাসন মোড়ে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৮টা নাগাদ ১০-১২ জনের একটি ডাকাত দল মুখে কাপড় বেঁধে পেট্রোল পাম্পে ঢোকে। সে সময় পাম্পের সামনে পায়চারি করছিলেন পেট্রোল পাম্পের ম্যানেজার বিজন দত্ত। এলাকাবাসীর দাবি, ডাকাত দলের সদস্যেরা ঘটনাস্থলে এসে দু’টি দলে ভাগ হয়ে যায়। একটি দল পাম্পের অফিস ঘরে ঢুকে পড়ে। অন্য দলটি এলাকা পাহারা দিতে থাকে। পুলিশের কাছে বিজনবাবু জানিয়েছেন, প্রথমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে কাছাকাছি একটি ট্রাক্টরের সামনে নিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগ, ট্রাক্টরের মধ্যেই তাঁকে বেঁধে রাখা হয়। পাম্পের বাথরুমে দু’জন কর্মীকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে রেখে দেয় অন্য দলটি। এর পরেই লুঠপাট আরম্ভ করে ডাকাতেরা। পাঁচটি মোবাইল এবং নগদ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। রবিবার রাতে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মন্তেশ্বরের ওসি শেখ বখতিয়ার হোসেন। দ্রুত ঘটনার কিনারা করার আশ্বাস দেন এলাকার মানুষকে। তবে সোমবার রাত পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
|
শেষ হল সিপিআই (এমএল)-এর গণজাগরণ যাত্রা। বর্ধমান জেলা কমিটির উদ্যোগে ১৮ জানুয়ারি থেকে ওই যাত্রা শুরু হয়। সেই উপলক্ষে আয়োজিত মিছিলে খেতমজুরদের সরকার নির্ধারিত হারে মজুরি দেওয়া, ফলসের ন্যায্য দাম দেওয়া ইত্যাদি দাবি তোলা হয়। দলের জেলা সম্পাদক সলিল দত্ত জানান, পূর্বস্থলী স্টেশন থেকে ওই যাত্রা শুরু হয়। মঙ্গলবার, ২৮ জানুয়ারি শ্যামসুন্দর বাজারে মিছিলটি শেষ হয়। |