খুব কম সময়ের মধ্যেই বিগ্রেডে পরপর সভা করছে তৃণমূল, বিজেপি ও সিপিএম। সেই প্রসঙ্গ তুলে দলের কর্মীদের উদ্দেশ্যে সূর্যবাবু বলেন, “৯ ফেব্রুয়ারি ব্রিগেড ভরিয়ে আমাদের দেখিয়ে দিতে হবে যে, মানুষ আমাদের সঙ্গেই রয়েছেন।”
প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য নেওয়া টেট পরীক্ষার দুর্নীতি হয়েছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। মেমারি শহরের রেল গুদাম মাঠে বামফ্রন্টের ব্রিগেডের জনসভার সমর্থনে অনুষ্ঠিত এক সভায় তাঁর অভিযোগ,“ এই রাজ্যে বিধায়কের প্যাডে প্রাথমিক শিক্ষকদের চাকরি হচ্ছে। চাকরি পাচ্ছেন বিধায়কের আত্মীয়স্বজনেরা।” |
সূর্যবাবু এ দিন আরও বলেন, “রাজ্য সরকার বলছে, প্রাথমিকে মাত্র শতকরা ১ ভাগ পরীক্ষার্থী যোগ্যতার ভিত্তিতে পাশ করেছেন। এসএসসির মাধ্যমে মাধ্যমিক শিক্ষকদের যে নিয়োগ পরীক্ষা হয়েছে সেখানেও পাশের হার খুব কম। তাহলে কী এই রাজ্যে যোগ্য ছাত্রছাত্রী পাওয়া যাচ্ছে না? শিক্ষার মান কমে যাচ্ছে?” তাঁর দাবি, গত আড়াই বছরে বিধানসভায় মুখ্যমন্ত্রী আড়াইটা প্রশ্নেরও জবাব দেননি।
রাজ্যে সম্প্রতি ঘটে চলা ধর্ষণের ঘটনা প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, “লাভপুরের গণধর্ষনের ঘটনা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।” রাজ্য কৃষি ও শিল্প-সহ সবেতেই পিছিয়ে পড়ছে বলে অভিযোগ করে রাজ্যের বিরোধী দলনেতা এ দিন আরও বলেন, “সরকার বলছে, শতকরা ১০০ ভাগ মানুষের চাকরি হয়ে গিয়েছে। আপনারাই নিজের এলাকায় খোঁজ নিয়ে দেখুন কী কাজ হয়েছে।” |