কলেজে ঘন ঘন চুরির ঘটনা ঘটছে এই অভিযোগে দুর্গাপুর থানায় বিক্ষোভ দেখালেন দুর্গাপুর মহিলা কলেজের ছাত্রীরা। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কলেজের অধ্যক্ষা মধুমিতা জাজোদিয়া।
কলেজ সূত্রে জানা গিয়েছে, ক্যাম্পাসে প্রতি মাসে গড়ে ২টি করে চুরির ঘটনা ঘটছে। মিলছে মদের বোতল। সোমবার কলেজ খোলার পরে জানা যায় কলেজের জিমন্যাশিয়াম থেকে বেশ কিছু লোহার সামগ্রী উধাও হয়ে গিয়েছে। এই বিষয়টি জানাজানি হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। এর পরই অধ্যক্ষা শ’খানেক ছাত্রীকে নিয়ে থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভরত ছাত্রীদের অভিযোগ, এর আগেও কলেজ থেকে গবেষণাগারের যন্ত্রপাতি, লোহার গ্রিল ও বিভিন্ন আসবাবপত্র চুরি গিয়েছে। পুলিশের কাছে এই বিষয়ে একাধিক অভিযোগ দায়ের করা হলেও কোনও চুরিরই কিনারা হয়নি। কলেজের ছাত্রীদের আরও অভিযোগ, জানলার গ্রিল চুরি হয়ে গিয়েছে। কলেজ চত্বরে ঢুকে পড়ে বহিরাগত যুবকেরা ফাঁকা জানলা দিয়ে উঁকি মারে। কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদিকা চাঁদনি সিংহ বলেন, “পুলিশ চুরির দ্রুত কিনারা করার আশ্বাস দিয়েছে। যদি সেটা না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।” |
কলেজের অধ্যক্ষা মধুমিতা জাজোদিয়ার অভিযোগ, “কলেজে দু’জন লাঠিধারী নিরাপত্তারক্ষী রয়েছেন। কিন্তু তাঁরা যে চুরি আটকানোর জন্য যথেষ্ট নন সেটা বার বার চুরির ঘটনাতেই প্রমাণিত।” তিনি জানান, অতিরিক্ত নিরাপত্তা রক্ষী রাখা আর্থিক কারণে কলেজের পক্ষে সম্ভব নয়। তাই পুলিশের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে। |