লোকসভা নির্বাচনে তৃণমূল একাই লড়বে বলে দাবি করলেন তৃণমূল সাংসদ ও যুব তৃণমূলের সভাপতি শুভেন্দু অধিকারী। সোমবার আসানসোলের গির্জা মোড় এলাকায় দলের ‘ব্রিগেড চলো’র প্রস্তুতি সভায় এসে তিনি বলেন, “কংগ্রেস-বিজেপি থেকে সম দূরত্ব বজায় রেখেই লোকসভা নির্বাচনে লড়তে নামবে দল।” একই সঙ্গে তাঁর দাবি, “সিপিএম এখন সব জায়গায় তৃণমূল ভূত দেখছে। গত লোকসভা নির্বাচনে এই রাজ্যের মানুষ সিপিএমকে ধরাশায়ী করেছিলেন। এ বার তাদের অবস্থা আরও খারাপ হবে। একই দশা হবে কংগ্রেসেরও।” এসএফআই নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সিপিএমের রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত প্রসঙ্গে যুব তৃণমূল সভাপতি বলেন, “দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় ছাত্রনেতা ঋতব্রত যে নেতৃত্ব দিয়েছিলেন তা প্রমাণিত। তার পরেও তাঁকে প্রার্থী করা হয়েছে। আসলে ওই ঘটনা থেকে সিপিএম কোনও শিক্ষা নেয়নি।” লাভপুরে আদিবাসী তরুণী ধর্ষিতা হওয়ার ঘটনাকে লজ্জাজনক ও দুঃখের বলে মন্তব্য করে শুভেন্দুবাবুর দাবি করেন, “বাম আমলে বহু ধর্ষণের ঘটনা ঘটেছে। তখন সেই ঘটনাগুলি সিপিএম দলীয় কার্যালয়ে বসে মিটিয়ে নিত। কিন্তু এখন সাধারণ মানুষ থানা পর্যন্ত পৌঁছে নিজের অভিযোগ জানাতে পারছেন।” এ দিন সভায় ভিড় হয়েছিল কয়েক হাজার মানুষের। জি টি রোড কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়।
|
রাত পাহারা দেওয়া নিয়ে মতান্তরের জেরে এক যুবককে খুনের অভিযোগ উঠল এক খনিকর্মীর বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটে জামুড়িয়ার চিচুড়িয়া লাগোয়া আরএন কলোনি এলাকায়। পুলিশ জানায়, নিহতের নাম গৌতম বাউড়ি (২৫)। তাঁর দাদা দিলীপ বাউড়ি জানান, আরএন কলোনি এলাকায় তাঁর একটি চা ও পানের দোকান রয়েছে। সেখানেই রয়েছে ইসিএলের কর্মী সুবল গোপ-সহ আরও জনা দশেকের দোকান। এই ব্যবসায়ীরা পালা করে রাত পাহারা দেন জানিয়ে দিলীপবাবুর অভিযোগ, “সুবল অন্য দোকানদারদের সঙ্গে এক জোট হয়ে পাহারা দিত না। এ নিয়ে আমার সঙ্গে তার বেশ কিছু দিন ধরে মতান্তর চলছিল। শনিবার রাতে আমি তাঁকে পাহারা দিতে বললে সে মারতে আসে। আমি কোনও রকমে পালিয়ে যাই। আমাকে মারধর করছে খবর পেয়ে গৌতম সেখানে পৌঁছয়। সুবলেরা পাঁচ জন মিলে গলায় মাফলারের ফাস দিয়ে গৌতমকে খুন করে। আমি ওই পাঁচ জনের বিরুদ্ধে পুলিশে খুনের অভিযোগ দায়ের করেছি।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার পরে রবিবার সকালে এলাকার কিছু লোকজন সুবল-সহ অভিযুক্ত পাঁচ জনের বাড়ি ভাঙচুর করে। পুলিশ জানায়, অভিযুক্তদের কাউকে এখনও গ্রেফতার করা যায়নি। তারা পলাতক। তল্লাশি চলছে।
|
আরআইপি প্লটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানাগুলিতে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে গিয়ে সোমবার দুর্গাপুরে বাধার মুখে পড়েন রাজ্য শিল্পোন্নয়ন নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। এত দিন রাজ্য বিদুৎ বণ্টন সংস্থা থেকে বিদ্যুৎ সরবরাহ করে এসেছে রাজ্য শিল্পোন্নয়ন নিগম। দিন কয়েক আগে ‘নোটিস’ দিয়ে জানানো হয়, এখন থেকে বিদ্যুৎ সরবরাহ করবে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল)। কারখানার মালিকেরা যেন দ্রুত ডিপিএলের সঙ্গে কথা বলে সে ব্যাপারে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নেন। নির্দিষ্ট সময়সীমা শেষ হয় রবিবার। সোমবার তাই নিগমের লোকজন যান বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে। কিন্তু কারখানার মালিকেরা দাবি করেন, ডিপিএল থেকে বিদ্যুৎ সংযোগ নিতে গেলে যে পরিমাণ টাকা জমা রাখতে দেওয়া হয়, তা জমা দেওয়ার সামর্থ্য তাঁদের নেই। তা ছাড়া বিদ্যুৎ সংযোগ পেতে নিগমের কাছেও বেশ কিছু টাকা জমা দিয়েছিলেন কারখানার মালিকেরা। সে ব্যাপারেও কোনও ফয়সালা হয়নি বলে তাঁদের দাবি। বাধার মুখে পড়ে নিগমের লোকজন ফিরে যান। এক আধিকারিক জানান, বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
|
এক বধূকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী-সহ শ্বশুরবাড়ির ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের ডামালিয়ায়। পুলিশ জানায়, মৃতার নাম পান্না বাউড়ি (২১)। বাপের বাড়ি বাঁকুড়ার শালতোড়ে। বাপের বাড়ির লোকজনের অভিযোগ, মাস ছয়েক আগে ডামালিয়ার কিষেণ বাউড়ির সঙ্গে বিয়ে হয়েছিল পান্নাদেবীর। বিয়ের পর থেকেই তাঁর উপরে শারীরিক এবং মানসিক অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকেরা। রবিবার দুপুরে শ্বশুরবাড়ির প্রতিবেশীদের কাছে তাঁরা মেয়ের অগ্নিদগ্ধ হওয়ার কথা জানতে পারেন। ডামালিয়ায় পৌঁছে তাঁরা দেখেন, আগুনে ঝলসে মৃত্যু হয়েছে পান্নাদেবীর। তাঁর বাপের বাড়ির সদস্যদের দাবি, শ্বশুরবাড়ির লোকেরা ঘটনার ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেনি। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী-সহ শ্বশুরবাড়ির ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আসানসোল আদালত তাদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেয়।
|
দুর্গাপুর
শক্তি ও পরিবেশ বিষয়ক বার্ষিক উৎসব। দুর্গাপুর ইনস্টিটিউট অফ অ্যাডভ্যান্সড টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট।
৫১ তম ‘ইনভেস্টিটুর সেরেমনি’। সকাল ১০টা। সেন্ট জেভিয়ার্স স্কুল। |