|
|
|
|
ফার্গির আস্থা ভোট মোয়েসকে
নিজস্ব প্রতিবেদন |
দিনের পর দিন আরও জল্পনা জন্ম নিচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ডেভিড মোয়েসের ভবিষ্যৎ নিয়ে। প্রশ্ন উঠছে, আর কত দিন মোয়েসের উপর আস্থা রাখবেন ক্লাব কর্তারা? কিন্তু সবাই যখন মোয়েসের বিরুদ্ধে, তখন ম্যান ইউর স্কটিশ কোচ পেলেন স্বয়ং স্যর অ্যালেক্স ফার্গুসনের আস্থা ভোট।
প্রাক্তন ম্যান ইউ ‘বস’ বলে দিলেন, “আমি বুঝতে পারছি না কেউ এক বছরের মধ্যেই কী করে কোচকে সরাতে পারে? নতুন কোচ আনার আগে নিশ্চয়ই ক্লাব কর্তারা তাঁকে নিয়ে যথেষ্ট আলোচনা করেন। তার পরেই কোচ নিযোগ করা হয়। তা হলে এত তাড়াতাড়ি তাকে সরানোর মানেটা কী?” মোয়েস নিয়ে জল্পনা উড়িয়ে ফার্গুসন আরও বলেছেন, “আমি একশো শতাংশ নিশ্চিত যে মোয়েসকে সরানো হবে না। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ও রকম নিয়ম নেই।” |
নতুন জীবন শুরু। ম্যাঞ্চেস্টার কোচ মোয়েসের সঙ্গে হুয়ান মাতা। ছবি: টুইটার। |
প্রিমিয়ার লিগে আপাতত শীর্ষে থাকা আর্সেনালের থেকে চোদ্দো পয়েন্ট পিছিয়ে থাকলেও ফার্গুসন মনে করেন, এখনও প্রিমিয়ার লিগ খেতাব জেতার সুযোগ আছে ম্যান ইউ-র। তাঁর বক্তব্য, “ম্যান ইউ সব কিছুই করতে পারে। ক্লাবের ইতিহাসই তার সাক্ষী।” অবসর নিলেও এখন ম্যান ইউর সমর্থক হিসেবেই ম্যাচ উপভোগ করছেন ফার্গুসন। তিনি বলেছেন, “যখন ইচ্ছে হয়, ক্লাবের ম্যাচ দেখতে চলে আসি। আমি এখন এক জন ম্যান ইউ সমর্থক। আগে দলের সঙ্গে ধাক্কা খেতাম। এখন সমর্থকদের সঙ্গে খাই।”
এ দিকে, চেলসির মাঝমাঠ তারকা হুয়ান মাতাকে সই করানোর পরে দলবদলের বাজারে আরও কিছু বিশ্বমানের প্রতিভা সই করাতে চান মোয়েস। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, মোয়েসের তালিকায় রয়েছেন জুভেন্তাসের মাঝমাঠ তারকা আর্তুরো ভিদাল ও বরুসিয়া ডর্টমুন্ডের মার্কো রয়েস। |
|
|
|
|
|