|
|
|
|
আবার সাইনা বনাম সিন্ধু
সংবাদ সংস্থা • লখনউ |
গতবার আইবিএলে দু’জন মুখোমুখি হয়েছিলেন। সাইনা নেহওয়াল আর পুসারলা বেঙ্কট সিন্ধু। দু’বারই হারেন সিন্ধু। রবিবার সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে সেই হারের শোধ নেওয়ার সুযোগ সিন্ধুর সামনে। শনিবার টুর্নামেন্টের শীর্ষবাছাই সাইনা মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালে ষষ্ঠ বাছাই চিনের জুয়ান দেংকে ২১-১৪, ১৭-২১, ২১-১৯ হারান। আর টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সিন্ধু গতবার ফাইনালে হারের মধুর প্রতিশোধ নেন ইন্দোনেশিয়ার ফানেত্রিকে ২১-৬, ১২-২১, ২১-১৭ অন্য সেমিফাইনালে হারিয়ে।
এই প্রথম বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার কোনও টুর্নামেন্টে মুখোমুখি দেশের দুই ব্যাডমিন্টন তারকা। লড়াই নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ ঠিক কতটা চড়তে শুরু করেছে সেটা সিন্ধুর কথাতেই পরিষ্কার। সেমিফাইনালে প্রায় এক ঘণ্টারও বেশি লড়ে জয়ের পর সিন্ধু বলেন, “সাইনা আমার সিনিয়র। এই প্রথম ওর বিরুদ্ধে এ রকম কোনও টুর্নামেন্টে মুখোমুখি হব। রবিবার ফাইনালে ওর বিরুদ্ধে নিজের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করব।” পাশাপাশি সেমিফাইনালের লড়াই নিয়ে তিনি বলেন, “গত সপ্তাহে মালয়েশিয়ায় ফানেত্রির বিরুদ্ধে খেলেছি। ম্যাচটা জিতেছিলাম। এই নিয়ে ছ’বার ওর মুখোমুখি হলাম। তাই এ বার জেতার ব্যাপারে আত্মবিশ্বাস ছিল। বড় র্যালি হয়েছে। টাফ ম্যাচ ছিল।” |
|
প্রথম গেমে জিতলেও এ দিন হঠাৎ কিছুটা ছন্দ হারিয়ে দ্বিতীয় গেমে পিছিয়ে যান হায়দরাবাদের তারকা। ফাইনালের আগে ব্যাপারটা তাঁর মাথায় আছে। সিন্ধু বলে দেন, “প্রথম গেমটা এ দিন সত্যিই ভাল খেলেছি। দ্বিতীয় গেমে ফানেত্রি শুরুতেই লিড নিয়ে নেয়। অনেক ভুল করে ফেলায় সেখান থেকে ফেরাটা কঠিন ছিল। তবে আত্মবিশ্বাস হারাইনি। তৃতীয় গেমে এক সময় ০-৪ পিছিয়ে পড়লেও সেখান থেকে ফিরে এসেছি।”
সাইনার জন্যও রবিবারের ফাইনাল ভীষণ গুরুত্বপূর্ণ। সাফল্য আসেনি পনেরো মাস। ট্রফি জয় তো দূর অস্ত, কোনও টুর্নামেন্টের ফাইনালেও পৌঁছতে পারেননি লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনা। বাবু বেনারসী দাস ইন্ডোর স্টেডিয়ামে এক ঘণ্টা উনিশ মিনিটের লড়াইয়ে সেই বাধা পেরিয়ে এ বার চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ। |
পুরনো খবর: কী ভাবে ম্যাচে ফিরতে হয় শিখতে হবে সিন্ধুকে |
|
|
|
|
|