টুকরো খবর
প্যারেডে, নাচে সূযোর্দয়ের আবাসিকরা
প্রজাতন্ত্রদিবসে সরকারি কুচকাওয়াজের অনুষ্ঠানে এ বছরও যোগ দেবে সমাজ কল্যাণ দফতরের রায়গঞ্জের সূর্যোদয় মূক ও বধির হোমের কিশোরেরা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার, রায়গঞ্জের স্টেডিয়াম মাঠে হোমের কিশোরদের ব্যান্ডের তালে প্যারেড করতে দেখা যাবে। কুচকাওয়াজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হয়ে নাচও দেখাবেন আবাসিক কিশোরীরা। ওই কিশোর-কিশোরীদের প্রত্যেকের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। প্রজাতন্ত্রদিবসে অনুষ্ঠানের কথা মাথায় রেখে হোমের শিক্ষকশিক্ষিকারা ৩ মাস ধরে ৩৫ কিশোরকে প্রশিক্ষণ দিচ্ছেন। ২০ কিশোরীকে নাচ শেখানো হচ্ছে। মূক ও বধির আবাসিকরা ছাড়াও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এ বছর এন সি সি, বিএসএফ, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ রায়গঞ্জে নানা স্কুল কলেজ মিলিয়ে ৪০টিরও বেশি দলের প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। হোমে ৭২ জন আবাসিক রয়েছে। তাদের মধ্যে কিশোরী ৩২ জন। বাড়ি থেকে হারিয়ে পুলিশ উদ্ধার করার পর আদালতের নির্দেশে তাদের এই হোমে ঠাঁই হয়েছে। জেলা শিশুকল্যাণ কমিটি চেয়ারপার্সন সুনীল ভৌমিক বলেন, “আবাসিকদের স্বনির্ভর করতে শীঘ্রই বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্স চালু হচ্ছে।”

ধর্ষণ করে খুন, গ্রেফতার দুই
দক্ষিণ দিনাজপুরের তপনের আদিবাসী মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় শুক্রবার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, ধৃতদের নাম তায়েব মন্ডল ও আমিনুল সরকার ওরফে পাঠান। ৫০ বছরের ধৃত তায়েবের বাড়ি স্থানীয় দুলচান্দিয়া। ৪৫ বছরের আমিনুল শ্রীরামপুর এলাকা বাসিন্দা। গত রবিবার থেকে নিখোঁজ থাকার পর বছর চল্লিশের ওই মহিলার দেহ গত বুধবার বিকালে বাড়ি থেকে দু কিলোমিটার দূরে নলপাড়া খাঁড়ির জঙ্গল থেকে পুলিশ উদ্ধার করে। তারপর থেকে দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হন বাসিন্দারা। আন্দোলনের হুমকি দেয় কংগ্রেস এবং সিপিএম। নিহতের শ্যামল সরেনের অভিযোগ, ঘটনার পরদিন তপন ফাঁড়িতে মায়ের নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ কোনও উদ্যোগ নেয়নি। মহিলাকে তিনদিন ধরে কোথাও আটকে ধর্ষণ করে দুষ্কৃতীরা খুন করে বলে বাসিন্দাদের সন্দেহ।

ধর্ষণে গ্রেফতার
এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার গৌরীপড়া এলাকায় ধৃত অভিযুক্তের নাম বিপ্লব হেমব্রম। রাতে সে পাশের বাড়ির ১৫ বছরের কিশোরীকে ফুঁসলে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরীর বাবার অভিযোগে পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। এ দিন মহকুমা আদালত থেকে ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মৃত্যুর জেরে
ধান বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরবাইক আরোহী এক যুবকের মৃত্যুতে দু’ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। মালদহের জিয়াগাছিতে ৮১ নম্বর জাতীয় সড়কে শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। বেহাল জাতীয় সড়ক সংস্কার কাজে ঢিলেমি, যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বাসিন্দারা অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। পুলিশ জানায়, মৃতের নাম বাবুল আলি (৩০)। বাড়ি চাঁদোয়া দামাইপুর এলাকায়।

খুলল কলেজ
এক সপ্তাহ বন্ধ থাকার পরে শুক্রবারে ফের খুলল মালদহের সামসি কলেজ। গত শুক্রবার ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষের জেরে কলেজ বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছিল পরিচালন সমিতি। এ দিন থেকে কলেজে স্বাভাবিক পঠন-পাঠন শুরু হয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.