মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রায়গঞ্জে মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। সম্প্রতি, রাজ্য স্বাস্থ্য দফতরের একটি প্রতিনিধি দল রায়গঞ্জ জেলা হাসপাতাল চত্বরে প্রায় সওয়া দু’একর জমি স্পেশ্যালিটি হাসপাতাল তৈরির জন্য চিহ্নিত করেছেন। উল্লেখ্য, ২৭ নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী রায়গঞ্জে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে রায়গঞ্জ এবং ইসলামপুরে দুটি মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করার কথা ঘোষণা করেছিলেন।
জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “‘জেলা হাসপাতাল চত্বরে মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরির জন্য জমি চিহ্নিত হয়েছে। তবে কত দিনের মধ্যে হাসপাতাল তৈরির কাজ শেষ হবে ও হাসপাতাল গড়তে কত টাকা খরচ হবে তার কোনও তথ্য এখনও আমাদের হাতে আসেনি।”
রায়গঞ্জে এইমস ধাঁচে হাসপাতাল তৈরির জন্য রাজ্য সরকার এখনও জমি অধিগ্রহণ শুরু না করায় গত তিন বছর ধরে আন্দোলন করছে কংগ্রেস। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার দু’মাসের মধ্যেই রায়গঞ্জে স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করার ব্যাপারে রাজ্য সরকারের উদ্যোগী হওয়ার বিষয়টিকে রাজনৈতিক চমক বলে কটাক্ষ করেছে কংগ্রেস। দলের অভিযোগ, “রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জন্য গত তিন বছর ধরে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করায় জেলার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। তা আঁচ করে লোকসভা নির্বাচনের আগে বাসিন্দাদের ক্ষোভ সামাল দিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা।”
এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জমি অধিগ্রহণ না হওয়ার প্রতিবাদে আজ, শনিবার রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব মাঠে প্রদেশ কংগ্রেসের ডাকে একটি ধিক্কার সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রদেশ কংগ্রেসের নেতারা থাকবেন। জেলা কংগ্রেস সভাপতি রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, “ধিক্কার সভাতেই বুঝিয়ে দেব রাজনৈতিক ষড়যন্ত্র করে রাজ্য সরকার এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জমি অধিগ্রহণ না করে ভুল করেছে।”
তবে জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের পরিষদীয় সচিব অমল আচার্য বলেন, “মুখ্যমন্ত্রী কৃষিজমি নষ্ট করে হাসপাতাল তৈরি করার বিরোধী। তাই অব্যবহৃত সরকারি জমিতে মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরির প্রক্রিয়া শুরু করেছে। হাসপাতালের নকশা, বরাদ্দ সব তৈরি হচ্ছে।” |