টুকরো খবর
এসজেডিএ কাণ্ডে অবস্থান করবে বামেরা
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) দুর্নীতির ঘটনার সিবিআই তদন্ত চেয়ে আগামী ২৬ জানুয়ারি অবস্থান বিক্ষোভের ডাক দিল জেলা বামফ্রন্ট। বিক্ষোভ সমাবেশ থেকে সই সংগ্রহ করা হবে বলেও জানিয়েছেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য। শুক্রবার শিলিগুড়িতে এসজেডিএ দফতরের সামনে একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ২৬ জানুয়ারি হিলকার্ট রোডের সিপিএমের দলীয় দফতর অনিল বিশ্বাস ভবনের সামনে এই অবস্থান বিক্ষোভ হবে। অশোকবাবু বলেন, “আগামী ৭ ফেব্রুয়ারিও মহানন্দা সেতু লাগোয়া মোড় থেকে অনিল বিশ্বাস ভবন পর্যন্ত একটি মিছিল করা হবে।” তাঁর অভিযোগ, “সরকার বিভিন্ন ঘটনায় ন্যায়নীতির কথা বলছেন। কিন্তু জয়রামনকে বদলি করে ও গোদালা কিরণকুমারকে রাতারাতি জামিনের ব্যবস্থা করিয়ে মুখ্যমন্ত্রী নিজের কথারই খেলাপ করেছেন।” তৃণমূলের জেলা মহাসচিব কৃষ্ণ পাল। তিনি বলেন, “পুলিশের কাজ পুলিশ করেছে। বামফ্রন্ট বরং নিজেদের নিয়ে ভাবুক। কে কার প্রতি আস্থা হারিয়েছে, মানুষই তার প্রমাণ দেবে।” লাভপুরের গণধর্ষণের ঘটনা নিয়ে অশোকবাবুর অভিযোগ, “এসপিকে বদলি করে বলির পাঁঠা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই মূল অভিযুক্তদের ধরা হয়নি। মুখ্যমন্ত্রীর হয়ে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এ কাজ করছেন। বারবার আইনকে নিজেদের মত করে ব্যবহার করছে তৃণমূল সরকার।”

ধর্ষণের চেষ্টার নালিশ, প্রত্যাহার
এক সরকারি কর্মীর বিরুদ্ধে আবাসনের এক বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ওই বধূও সরকারি কর্মী। গত ২১ জানুয়ারি রাতে ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরদিন ওই বধূ জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। যদিও পরে শুক্রবারই অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন ওই বধূ। এই ঘটনায় সন্দিহান পুলিশের তদন্তকারী অফিসারেরা। পুলিশ সূত্রে বধূকে জানানো হয়েছে, একবার মামলা রুজু হওয়ার পরে এ ভাবে তুলে নেওয়া যায় না। বধূকে তাঁরা আদালতে তাঁর বক্তব্য জানানোর পরামর্শ দিয়েছেন। জলপাইগুড়ি থানার আইসি অভিজিৎ দাস বলেন, “মামলা দায়ের করার পরে তুলে নেওয়ার আবেদন করা হয়েছে। তবে অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।” অভিযোগ দায়ের হওয়ার দিন-ই রাতে পাহাড়িপাড়ার ওই বহুতলে পুলিশ যায়। যদিও অভিযুক্তকে পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। এ দিন, শুক্রবার সকালে গৃহবধূ থানায় একটি আবেদনপত্র জমা দিয়ে দাবি করেন, বহুতলে আবাসিকরা আলোচনায় বসে বিষয়টি মিটিয়ে নিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিও ভুল স্বীকার করেছেন।

হাতে হাতে দেওয়া হবে নিয়োগপত্র
প্রাথমিকে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের হাতে হাতে নিয়োগপত্র দেওয়ার ঘোষণা করলেন শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়্যারম্যান মুকুলকান্তি ঘোষ। আজ, শনিবার ২০১২ সালের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে কাউন্সেলিং-এর জন্য মৌখিক পরীক্ষায় পাশ করা প্রার্থীদের ডাকা হয়েছে। এ দিন যাঁরা সফল হবেন সকলকেই সঙ্গে সঙ্গে নিয়োগপত্র দেওয়া হবে। তিনি জানান, যাঁদের বয়স ৪০ হতে চলেছে বা পার হয়ে গিয়েছে, তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

স্কুলে বিক্ষোভ
নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন না হওয়ায় অন্তত ৪২ জন ছাত্রছাত্রী এ বার মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না এই অভিযোগে শুক্রবার ময়নাগুড়ির টেকাটুলি রামকান্ত হাইস্কুলে অভিভাবকরা বিক্ষোভ দেখান। স্কুল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, মাধ্যমিকের টেস্টে মাত্র একজন পাশ করেছে। রেজিস্ট্রেশনের সময় নবম শ্রেণিতে বেশিরভাগ ফেল করেছে এ ছাড়াও কিছু ছাত্র চেক লিস্টে সই করেনি। স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিবেক দাস বলেন, “প্রায় ২৫০ পরীক্ষার্থী। চেক লিস্ট তৈরির সময় ছাত্রদের সই করতে হয়। খবর দেওয়ার পরেও কিছু ছাত্র আসেনি। অনেকে ফেল করেছে। পর্ষদের সঙ্গে যোগাযোগ করে সমাধান খোঁজার চেষ্টা করছি।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.