বন্ধ থাকবে বেলুড়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ উৎসবের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে আজ ২৫ জানুয়ারি, ২৯ ও ৩০ জানুয়ারি বেলুড় মঠ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। পাশাপাশি, ২৭ ও ২৮ জানুয়ারি আন্তর্জাতিক সম্মেলনে সকলকে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে বেলুড় মঠের পক্ষ থেকে।
|
সড়ক সারাই নিয়ে ক্ষুব্ধ কোর্ট |
বারাসত থেকে চাকদহ পর্যন্ত জাতীয় সড়কের মেরামতি ২০১৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়েছিলেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)। কিন্তু এখনও ওই কাজে হাতই দেওয়া হয়নি। এনএইচএআই হলফনামা দিয়েও কথা না-রাখায় শুক্রবার ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ জানতে চায়, হলফনামা দিয়েও সড়ক-কর্তৃপক্ষ আদালতকে বিভ্রান্ত করেন কী ভাবে? পরে এই কাজের জন্য অতিরিক্ত ২১ দিন সময় বরাদ্দ করে আদালত জানায়, তার মধ্যে কাজ শেষ না-করলে এনএইচএআই-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
|
লাভপুরের গণ ধর্ষণ নিয়ে রাজ্যকে বিঁধলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। শুক্রবার বিকেলে নাকাশিপাড়ার নাগাদিবাজারের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন “এ সব রাজস্থানে ঘটে। এখন রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ভুড়ি ভুড়ি ঘটছে। অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে সুপ্রিম কোর্টকে পর্যন্ত নির্দেশ দিতে হচ্ছে।” তিনি বলেন, “খুন, ধর্ষণ হলে পুলিশ পদক্ষেপ করে না। কিন্তু কলেজ ভোটে পুলিশ সক্রিয় থাকে।” |