খুচরো ঋণ দেওয়ায় জোর ইউকো ব্যাঙ্কের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শিল্পের তুলনায় এ বার খুচরো ঋণ দেওয়ার উপরেই বেশি জোর দেবে ইউকো ব্যাঙ্ক। ব্যাঙ্কের সিএমডি অরুণ কল জানান, বর্তমান আর্থিক অবস্থায় ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদ যাতে না বাড়ে, সে জন্যই এই সিদ্ধান্ত তাঁদের।
শুক্রবার চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করতে গিয়ে কল বলেন, “গৃহঋণ-সহ খুচরো ঋণ দেওয়ার উপরই বেশি জোর দেব। তুলনায় সতর্ক থাকব শিল্পে ঋণ দেওয়ার ব্যাপারে।” তাঁর দাবি, এই অর্থবর্ষে প্রথম থেকেই সতর্ক হয়ে ঋণ দেওয়ায় তৃতীয় ত্রৈমাসিকে অনুৎপাদক সম্পদ খাতে সংস্থান কমেছে। ফলে আগের বারের থেকে ওই তিন মাসে নিট মুনাফা দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০৬.৯৫% বেড়ে তা হয়েছে ৩১৫ কোটি টাকা। ব্যবসা বেড়েছে ১৪.৬৬%।
|
দুর্গাপুর সিটি সেন্টারের একটি শপিং মলে শুরু হয়েছে হ্যান্ডলুম প্রদর্শনী। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। কলকাতা থেকেও শিল্পীরা এসেছেন। তেমনই একজন অদিতি সরকার। তাঁর সংস্থার নাম বাঁশি। দীর্ঘদিন তথ্যচিত্র বানাচ্ছেন তিনি, ঘুরেছেন বহু প্রত্যন্ত গ্রামে। সেখান থেকেই গ্রাম বাংলার শিল্পকর্মকে তুলে ধরতে শুরু করেন বুটিকে শাড়ি ডিজাইন করা। সিল্ক, রেশম, জামদানি থেকে শুরু করে লুপ্ত প্রায় সুজনি কাঁথা, নকশিকাঁথাও রয়েছে তাঁর সম্ভারে।
|
কেয়ার্ন ইন্ডিয়ার ১০.৩% শেয়ার বিক্রিতে মূল সংস্থা কেয়ার্ন এনার্জিকে স্থগিতাদেশ দিল কেন্দ্রীয় আয়কর দফতর। শেয়ার বিক্রি ও মূলধনী লাভ কর সংক্রান্ত তদন্তে সুবিধার জন্যই নির্দেশ।
|
• নোকিয়া — ২০১৩ অর্থবর্ষের চতুর্থ (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে ফিনিশ মোবাইল নির্মাতা নোকিয়ার নিট বিক্রি কমেছে ২১%। দাঁড়িয়েছে ৩৪৭ কোটি ইউরোতে। অন্য দিকে, আয়ও ১৭% কমে হয়েছে ২৭.৪০ কোটি। উল্লেখ্য, মাইক্রোসফটের কাছে সংস্থা বিক্রির কথা জানানোর এই প্রথম নিজেদের ফলাফল প্রকাশ করল নোকিয়া।
• মহীন্দ্রা —লাইফস্পেস ডেভেলপার্স তৃতীয় (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে মহীন্দ্রা লাইফস্পেস ডেভেলপার্স-এর নিট মুনাফা ৭৫% বেড়ে হয়েছে ২৯.১৮ কোটি টাকা। অন্য দিকে, মোট আয়ও ১৪% বেড়ে দাঁড়িয়েছে ১৪৩.৬০ কোটিতে। |