ভোটের পরে ফের জেলাপরিষদে শক্তি বৃদ্ধি করল তৃণমূল। শুক্রবার মাড়গ্রামে ধুলফেলা মোড়ে একটি সভায় রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতির নির্বাচিত ফরওয়ার্ড ব্লক সদস্য মান্নান শা আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন। পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় যে দুই ব্লকে শাসক দলের ফল খারাপ হয়েছিল তার অন্যতম এই রামপুরহাট ২ এবং মুরারই ২ ব্লক। জেলাপরিষদ গঠনের আগেই মুরারই ২ পঞ্চায়েত সমিতি থেকে জেলাপরিষদে নির্বাচিত কংগ্রেস সদস্য শাহআলম শেখকে তৃণমূল আগেই শিক্ষা কর্মাধক্ষ্য বানিয়ে নিজেদের ঘরে ঢুকিয়েছে। এ বার জেলাপরিষদের অন্যতম বাম সদস্যকে তুলে নিয়ে পাল্টা দেওয়ার চেষ্টা করল তৃণমূলও।
এ দিকে, দলেরই প্রতীকে জিতে মান্নান শা-র এই রংবদলকে এলাকার মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা বলে দাবি করেছেন ফব নেতৃত্ব। ফরওয়ার্ড ব্লকের জেলা কমিটির অন্যতম সদস্য নিতাই মাল বলেন, “মান্নান শা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য দল ত্যাগ করেছেন। যাঁরা তাঁকে সিংহ প্রতীকে ভোট দিয়ে জিতিয়েছেন, তাঁরা তা ভাল চোখে দেখবেন না।” মান্নান শা এখন অবশ্য বলছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের সঙ্গী হতেই তৃণমূলে যোগ দিলাম।”
এ দিন কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত মাড়গ্রামের ওই সভায় হাজার দশেক মানুষের ভিড় হয়েছিল বলে তৃণমূলের দাবি। ভিড় দেখে স্বভাবত উল্লসিত তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি অনুব্রত মণ্ডল এলাকার জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন। দ্রুত তা বাস্তবায়িত হবে বলেও আশ্বাস দেন। |