৪০টি গাড়িতে দুর্ঘটনা, মার্কিন হাইওয়ে বন্ধ
সংবাদ সংস্থা • মিশিগান
২৪ জানুয়ারি |
আমেরিকার শিকাগো থেকে ডেট্রয়েট যাওয়ার পথে ইন্টারস্টেট হাইওয়ে বন্ধ হয়ে রইল দুর্ঘটনার জেরে। বড় ধরনের এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৪০টি গাড়ি। মৃতের সংখ্যা তিন। আহতের সংখ্যা ২০ জনের বেশি। পুলিশ জানিয়েছে, গত কাল বিকেল থেকে ঘণ্টায় ১ থেকে ২ ইঞ্চি তুষারপাত হচ্ছিল। ফলে, সমস্যা হচ্ছিল গাড়ি চালাতে। প্রত্যক্ষদর্শী স্কট কলিন্স জানিয়েছেন, তাঁদের গাড়ির ঠিক পিছনেই দুর্ঘটনাটি ঘটে। একটি সেমিট্রলারের চাকা হঠাৎ পিছলে যায়। তার পরেই রাস্তার মাঝে উল্টে যায় সেটি। তার পরেই ওই সেমিট্রলারের পিছনে আসা একের পর এক গাড়ি পরস্পরকে ধাক্কা মারতে শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। উদ্ধারকার্যের জন্য ওই হাইওয়ের একটি দিক বন্ধ করে দিতে হয়। ফলে, গাড়ির লম্বা লাইন লেগে যায়। সারা রাত চলে উদ্ধারকার্য। ফলে, প্রচণ্ড ঠান্ডায় গাড়িতে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় ছিল না অনেকেরই।
|
জঙ্গি হামলায় কায়রোয় হত ৬
সংবাদ সংস্থা • কায়রো
২৪ জানুয়ারি |
একটি আত্মঘাতী বিস্ফোরণ-সহ চার-চারটি জঙ্গি হানায় কেঁপে উঠল কায়রো। শুক্রবারের এই হামলায় নিহত হয়েছেন ছ’জন। জখম ১০০ জনের মতো। ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামি শিল্পের একটি সংগ্রহশালাও। প্রথম বিস্ফোরণটি হয় পুলিশের সদর দফতরে। সেখানে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে এক জঙ্গি ঢুকে পড়ে অফিস চত্বরে। নিহত হন চার জন। জখম ৭৬। প্রায় এক ঘণ্টা পরে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে গিজা মেট্রো স্টেশনের কাছে একটি পুলিশের গাড়ির সামনে। নিহত হন এক জন। জখম ১১। তৃতীয় বিস্ফোরণটি ঘটে গিজা পিরামিডের সামনে একটি থানার সামনে। তবে এখানে কেউ হতাহত হননি। শেষ বিস্ফোরণটি ঘটে একটি সিনেমা হলে। নিহত হন এক জন। |