টাটকা খবর
লাভপুর গণধর্ষণে মামলা রুজু সুপ্রিম কোর্টের
লাভপুর গণধর্ষণ কাণ্ডে সুপ্রিম কোর্ট শুক্রবার স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করল। এ দিন সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবম এই নির্দেশ দেন। এ ব্যাপারে রাজ্য সরকারকে নোটিস জারি করেছে সর্বোচ্চ আদালত। জেলা জজকে তারা নির্দেশ দিয়েছে, ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি তদন্ত করে এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতে হবে। পরবর্তী শুনানি আগামী ৩১ জানুয়ারি।
বস্তুত, সংবিধানের ১৪২ ধারা অনুসারে সুপ্রিম কোর্ট এই ধরনের নির্দেশ জারি করতে পারে। দেশের নাগরিকদের সুবিচার দেওয়ার জন্য সর্বোচ্চ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে সংবিধানের এই ধারা ব্যবহার করতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে বীরভূমের জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “কোর্টের নির্দেশ এখনও হাতে পাইনি। নির্দেশ পেলে নিয়ম মোতাবেক যা করার, তা-ই করা হবে।”
লাভপুরে গণধর্ষণ মামলায় অভিযুক্তদের পুলিশ নিজেদের হেফাজতে নিতে না চাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই নির্দেশে বৃহস্পতিবারই বীরভূমের পুলিশ সুপার এস সি সুধাকরকে রাতারাতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর পরেই এ দিন পুলিশ অভিযুক্ত ১৩ জনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

ডিএমকে থেকে সাসপেন্ড আলাগিরি
‘অবাধ্য’ ছেলেকে শায়েস্তা করতে শেষমেশ তাঁকে দল থেকে বহিষ্কার করলেন ডিএমকে নেতা এম করুণানিধি।
দলের নেতৃত্ব নিয়ে ‘গৃহযুদ্ধ’ চলছিল বেশ কয়েক মাস ধরেই। আর তার অবসান ঘটাতেই দলবিরোধী কাজের জন্য শুক্রবার ডিএমকে থেকে সাসপেন্ড হলেন করুণানিধির ছেলে ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম কে আলাগিরি। এ দিন ডিএমকে-র পক্ষ থেকে সাধারণ সম্পাদক কে আনবাঝাগান এক প্রেস বিবৃতিতে বলেন, ‘‘আলাগিরি-সহ আরও কয়েক জনকে দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয়েছে।’’
দ্বিতীয় ইউপিএ সরকারের প্রথম দিন থেকেই তিন স্ত্রীর চার ছেলে ও দুই মেয়েকে নিয়ে অস্বস্তিতে ছিলেন করুণানিধি। তখন কে কেন্দ্রে মন্ত্রী হবেন, আর কে রাজ্যের দায়িত্ব পাবেন, তা নিয়ে রীতিমতো গৃহযুদ্ধ লেগে গিয়েছিল। সে যাত্রায় বড় ছেলে আলাগিরিকে কেন্দ্রে পাঠিয়ে মেজ ছেলে স্ট্যালিনকে রাজ্যের দায়িত্ব দিয়েছিলেন করুণানিধি। আলাগিরি কেন্দ্রে মন্ত্রী হওয়ার পরের দিনই স্ট্যালিনকে নিজের উত্তরসূরি হিসেবে ঘোষণাও করে দিয়েছিলেন। তা নিয়ে বিবাদ কম হয়নি করুণানিধির সংসারে। আসন্ন লোকসভা ভোটে ডিএমডিকে-র সঙ্গে জোট করতে চলেছে ডিএমকে। হাইকম্যান্ডের এই সিদ্ধান্তের প্রতিবাদে মুখ খোলেন আলাগিরি। একটি তামিল টেলিভিশন চ্যানেলে ডিএমডিকে সুপ্রিমো বিজয়কান্তের বিরুদ্ধেও সোচ্চার হন তিনি। এর পরেই তাঁকে সাসপেন্ড করে দল। সাময়িক ভাবে বাতিল করা হয়েছে তাঁর সদস্যপদও। আলাগিরি ও তাঁর সমর্থকদের সঙ্গে কাজ না করতে নির্দেশ দেওয়া হয়েছে ডিএমকে সদস্যদের।

হ্যাকারদের বিরুদ্ধে সিবিআই-এর অভিযান
হ্যাকারদের বিরুদ্ধে এক আন্তর্জাতিক অভিযানে সামিল হল সিবিআই। শুক্রবার এই অভিযানের অংশ হিসেবে মুম্বই, পুণে ও গাজিয়াবাদের কয়েকটি হ্যাকিং হাব-এ হান দেয় সিবিআই। এই অভিযানে তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে পুণে থেকে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। আমেরিকার ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়। তার পরে এই অভিযান চালানো হয়েছে। ভারতের পাশাপাশি চিন, রোমানিয়াও এই অভিযানে সামিল হয়েছে। অভিযোগ উঠেছে, এই সব হাব থেকে হ্যাকাররা বিভিন্ন মার্কিন ওয়েবসাইট হ্যাক করত। এতে সাধারণ মানুষের আর্থিক ক্ষতিও হয়েছে।

ঢাকার রানা প্লাজার শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার
ঢাকায় রানা প্লাজার ধ্বংস্তূপ থেকে উদ্ধার হওয়া এক মহিলা শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। শুক্রবার সকাল ১১টা নাগাদ ঢাকার তুরাগ থানার পুলিশ ২৭ বছরের সালমার দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, তিনি গত দু’মাস ধরে তাঁর স্বামীর সঙ্গে ঢাকার বামনার টেক অঞ্চলে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। গত ২৪ এপ্রিল সাভার বাজারে রানা প্লাজা নামে ওই বহুতল ভেঙে পড়ে বহু শ্রমিক হতাহত হন। সালমাকেও গুরুতর আহত অবস্থায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। বিশেষত তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছিল বলে জানিয়েছে পুলিশ। চিকিত্সার পরেও তিনি পুরোপুরি সুস্থ হননি। মাঝে মাঝে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হত বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.