অলিম্পিক কেন্দ্রে শৌচাগার নিয়ে বিতর্ক |
শৌচাগার একটাই, কিন্তু তাতে কমোড দু’টো। মাঝখানে নেই কোনও আড়ালও। আর এই শৌচাগারটি তৈরি হয়েছে রাশিয়ার সোচিতে, খোদ অলিম্পিকের ক্রস-কান্ট্রি স্কিইং এবং বায়াথলনের কেন্দ্রে। স্টিভ রোসেনবার্গ নামের এক জন সাংবাদিক এই শৌচাগারের ছবিটি টুইটারে প্রকাশ করার সঙ্গে সঙ্গেই বয়ে গিয়েছে বিতর্কের ঝড়। অলিম্পিক কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি নিয়ে মুখ খোলেননি।
|
বরাবরই তিনি অন্য রকম। প্রথাগত ছক ভেঙে চেনা পথের বাইরে হাঁটতে পছন্দ করেন। তিনি পোপ ফ্রান্সিস। আর এ বার ইন্টারনেট নিয়ে মন্তব্য করলেন তিনি। তাঁর মতে, ইন্টারনেট একটি ‘ঈশ্বরপ্রদত্ত উপহার’। ৭৭ বছরের ফ্রান্সিস বৃহস্পতিবার বলেন, “পারস্পরিক যোগাযোগ রক্ষা করার প্রচণ্ড ভাল একটা উপায় হল ইন্টারনেট। সত্যিই বেশ কার্যকরী, ঈশ্বরপ্রদত্ত একটি উপহার।”
|
মাদকদ্রব্য খেয়ে বিপজ্জনক ভাবে গাড়ি চালানোর অভিযোগে দক্ষিণ ফ্লোরিডার রাস্তায় গ্রেফতার হয়েছেন মার্কিন পপ গায়ক জাস্টিন বিবার। |