টাটকা খবর
লাভপুর কাণ্ডে সরতে হচ্ছে এসপিকে
লাভপুর কাণ্ডে সরতে হল বীরভূমের পুলিশ সুপারকে। বৃহস্পতিবার সন্ধ্যায় এমনই সরকারি নির্দেশ আসে বলে খবর। বীরভূমের নতুন পুলিশ সুপার হচ্ছেন কুণাল অগ্রবাল। অন্য দিকে, ধৃতদের পুলিশি হেফাজতে নিতে নতুন করে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন আইজি পশ্চিমাঞ্চল।
এ দিন গণধর্ষণের অভিযোগে ধৃত মোড়ল-সহ ১৩ জনের জামিনের আবেদন নাকচ করে দিয়ে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন বোলপুর আদালতের বিচারক পীযূষ ঘোষ। পাশাপাশি তরুণীর শারীরিক পরীক্ষার রিপোর্ট এবং কেস ডায়েরি আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে আদলতে পেশ করার নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বোলপুরের এসিজেএম আদালতে ধৃত ১৩ জনকে হাজির করানো হয়। অভিযুক্তদের পক্ষে আইনজীবী দিলীপ ঘোষ বলেন, “ঘটনার সত্যাসত্য উদ্ঘাটন হোক। উপযুক্ত তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যাসত্য যাচাই হবে। গোটা বিষয়টির কেস ডায়েরি এবং মেডিক্যাল রিপোর্ট আদালতে পেশ করার জন্য বিচারকের কাছে আর্জি জানিয়েছি। বিচারক ওই আর্জি মঞ্জুর করেছেন। তবে আমি মক্কেলদের জামিনের আবেদন করেছিলাম। বিচারক তা নামঞ্জুর করেছেন।”

ধৃতদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।—নিজস্ব চিত্র।
এ দিকে, ধৃতদের পুলিশি হেফাজতে কেন নেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ দিন সকালে নির্যাতিতাকে হাসপাতালে দেখতে এসে বোলপুরের সাংসদ রামচন্দ্র ডোম বিস্ময়প্রকাশ করে বলেন, “এটি একটি ভয়ঙ্কর ঘটনা। ঘটনার অনেক কিছুই এখনও জানা বাকি। অথচ পুলিশ ওই অপরাধীদের নিজেদের হেফাজতে নিল না, ভেবেই অবাক হচ্ছি।” যদিও বীরভূমের পুলিশ সুপার সি সুধাকরের দাবি, “সব অভিযুক্তই যখন ধরা পড়েছে, তখন তাদেরকে আর পুলিশি হেফাজতে নেওয়ার প্রশ্ন ওঠে না। তবে, গোটা বিষয়টির উপর নজর রাখা হয়েছে। তদন্ত চলছে।”

চাপ বাড়লেও এখনই সোমনাথ ভারতীকে সরাচ্ছে না আপ
বিতর্কিত মন্ত্রী সোমনাথ ভারতীর বিরুদ্ধে এখনই কোনও আইনি ব্যবস্থা নিতে নারাজ আম আদমি পার্টি (আপ)। চাপ যতই থাক না কেন দিল্লির আইনমন্ত্রী সোমনাথকে তাঁর পদ থেকে সরানো হবে না বলেই ইঙ্গিত মিলেছে আপ-এর তরফ থেকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত সপ্তাহে দিল্লির মালব্যনগরের খিড়কি এলাকায় চার আফ্রিকান মহিলার বাড়িতে সোমনাথ দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে চড়াও হন। এমনকী, তিনি এ-ও দাবি করেন, ওই মহিলারা ড্রাগ পাচার ও যৌন চক্রের সঙ্গে জড়িত। আপ-এর কর্মীদের বিরুদ্ধে উগান্ডা ও নাইজেরিয়ার ওই মহিলারা শারীরিক নিগ্রহের অভিযোগ তোলেন। পাশাপাশি আদালতে এক মহিলার জবানবন্দি আপ-এর রক্তচাপ আরও বাড়িয়ে দেয়। সব মহল থেকে চাপের মুখে পড়ে আপ নেতৃত্ব জানান়, অভিযোগ প্রমাণিত হলে সোমনাথের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দল।
এ দিকে ওই মহিলার জবানবন্দি প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রীর উপর চাপ আরও বাড়াতে থাকে কংগ্রেস ও বিজেপি। এ দিন আইনমন্ত্রীর পদ থেকে সোমনাথ ভারতীর ইস্তফা দাবি করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আইনমন্ত্রী হলেও সোমনাথ আইনের ঊর্ধ্বে নন। বৃহস্পতিবার সকালে নাজিব জঙ্গের সঙ্গে বৈঠক করেন কেজরিওয়াল। কিন্তু আইনমন্ত্রীকে নিয়ে কোনও কথা হয়নি বলে জানিয়েছেন তিনি।

পাহাড়ে অখণ্ডতার বার্তা মুখ্যমন্ত্রীর
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ফের এক বার সমতল ও পাহাড়কে এক সঙ্গে কাজ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সারা রাজ্যের সঙ্গে দার্জিলিঙেও পালিত হল সুভাষচন্দ্র বসুর ১১৮তম জন্মদিবস। সেখানেই রাজ্যের অখণ্ডতার বার্তা দিয়ে পাহাড় ও সমতলকে এক সঙ্গে চলার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জিটিএ চিফ বিমল গুরুঙ্গ-সহ জিটিএ-র অন্য নেতারা। এ দিন বিকেলেই শিলিগুড়ি ফিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সকালে তাঁর কলকাতায় ফেরার কথা।

সুনন্দার মৃত্যু রহস্যের তদন্ত করবে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
সুনন্দা পুষ্করের মৃত্যু রহস্যের তদন্ত করবে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সংবাদ সংস্থার একটি সূত্রে বৃহস্পতিবার এই কথা জানা গিয়েছে। গত শুক্রবার, ১৭ জানুয়ারি, দক্ষিণ দিল্লির লীলা প্যালেস হোটেলে কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের দেহ পাওয়া যায়। সুনন্দার মৃত্যুর আগে পাকিস্তানি সাংবাদিক মেহর তারারের সঙ্গে শশীর সম্পর্ক নিয়ে টুইটারে একগুচ্ছ মন্তব্য তোলপাড় করেছিল। সুনন্দা দাবি করেছিলেন, চিকিৎসার জন্য তাঁকে তিন-চার মাস বাইরে যেতে হয়েছিল। তখনই মেহর তাঁদের বিয়ে ভাঙার চেষ্টা করেন। মেহরকে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চরও বলেন সুনন্দা। যদিও মেহর এই অভিযোগ অস্বীকার করেন।
ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে সুনন্দার। তাঁর দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেলেও ওই আঘাতের জন্য তাঁর মৃত্যু হয়নি বলে জানান চিকিৎসকরা। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে গত মঙ্গলবার দিল্লির সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আত্মহত্যা অথবা খুন যে কোনও একটি দৃষ্টিকোণে পুলিশকে সুনন্দার মৃত্যুর তদন্তের নির্দেশ দেন। শশী তারুর, সুনন্দার ছেলে এবং ভাই ইতিমধ্যেই ওই সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে এ বিষয়ে জবানবন্দি দিয়েছেন।

শ্যুটিং-এ আহত শাহরুখ খান
শ্যুটিং-এর সেটে আহত হলেন অভিনেতা শাহরুখ খান। মুম্বইয়ের জুহুতে ফারহা খানের নতুন একটি সিনেমার শ্যুটিং-এর সময়ে বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। তবে তাঁর আঘাত গুরুতর নয়।
জুহুর একটি পাঁচতারা হোটেলে শ্যুটিং-এর সময়ে একটি দরজায় আঘাত লাগে শাহরুখের। চোট লাগে মুখে ও হাতে। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় নানাবতী হাসপাতালে। পরে ইউনিটের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘শ্যুটিং চলাকালীন সামান্য আহত হয়েছিলেন শাহরুখ। তিনি এখন পুরোপুরি সুস্থ।’’



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.