২০০৫ সালের আগে ইস্যু করা সব নোট তুলে নিচ্ছে আরবিআই
নিজস্ব সংবাদদাতা • মুম্বই
২২ জানুয়ারি |
কালো টাকার উপর রাশ টানতে ও জাল নোট ঠেকাতে এ বার বিশেষ ব্যবস্থা নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। ২০০৫ সালের আগে ইস্যু করা সব নোট বাজার থেকে তুলে নিচ্ছে তারা। এর মধ্যে ৫০০ ও ১,০০০ টাকার নোট-ও থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক তার বিবৃতিতে জানিয়েছে, “২০১৪-র ৩১ মার্চের পরই ২০০৫ সালের আগে ইস্যু করা সব ব্যাঙ্ক নোট পুরোপুরি বাজার থেকে তুলে নেওয়া হবে। ১ এপ্রিল থেকেই জনসাধারণ ব্যাঙ্কে গিয়ে ওই সব পুরনো নোট বদলে নিতে পারবেন। তবে এ নিয়ে অযথা আতঙ্কিত না-হওয়ার আর্জি জানিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। কারণ, পুরনো নোট আইনগত ভাবে বৈধই থাকছে। কালো টাকা ও জাল নোট ঠেকাতেই এই উদ্যোগ বলে ধারণা ব্যাঙ্কিং বিশেষজ্ঞদের। কারণ পুরনো নোটের পিছন দিকে লেখা থাকে না, সেটি কবে ছাপা হয়েছে। ফলে এ ধরনের নোট জাল করা সুবিধাজনক। অন্য দিকে ২০০৫ থেকে তা নোটে ছাপা থাকে। ছোট হরফে নীচের সারির মাঝখানে লেখা থাকে কোন বছরে তা ছাপা। নতুন নির্দেশ না-আসা পর্যন্ত ব্যাঙ্কে পুরনো নোট বদলানো যাবে। তবে ২০১৪-র ১ জুলাই থেকে কেউ ১০টির বেশি ৫০০ ও ১০০০ টাকার নোট বদলাতে চাইলে পরিচিতি ও ঠিকানার প্রমাণপত্র ব্যাঙ্কে দাখিল করতে হবে।
|
একটি পুস্তক-বিপণির উদ্বোধনে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং শংকর।
বুধবার, শহরের এক শপিং মলে। ছবি: দেবস্মিতা চক্রবর্তী। |
খননের জন্য সেল-কে ছাড়পত্র পরিবেশ মন্ত্রকের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
২২ জানুয়ারি |
ঝাড়খণ্ডে দুর্গাইবুরুর সারাণ্ডা বনাঞ্চলে খননকার্য চালাতে রাষ্ট্রায়ত্ত সেল-কে অনুমতি দিল কেন্দ্র। পরিবেশ মন্ত্রকের বন উপদেষ্টা কমিটি বুধবার এই অনুমোদন দিয়েছে। এর ফলে সেখানের গুয়া খনি অঞ্চলে ৬৩৬ হেক্টর স্থানে খনন শুরু করতে পারবে ইস্পাত সংস্থাটি। যেখানে তারা লগ্নি করবে প্রায় ৪,৭০০ কোটি টাকা। পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র না থাকায় ২০১১ সাল থেকে ওই অঞ্চলে খনন বন্ধ রাখতে বাধ্য হয়েছে সেল। এর পর গত বছর এপ্রিলে সাময়িক অনুমোদন দেওয়া হয় সংস্থাটিকে। সব দিক খতিয়ে দেখে শেষ পর্যন্ত এ দিন পুরো ছাড়পত্র দেওয়া হল তাদের। ফলে সেখানে কাজ শুরু করতে আর কোনও বাধা রইল না। আর এরই হাত ধরে ৭১ হাজার কোটি টাকার সম্প্রসারণের পথে আরও এক ধাপ এগোল সংস্থাটি। সংস্থার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা না গেলেও সেল সূত্রে খবর, এ দিনের ছাড়পত্র মেলার পর যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে চায় তারা।
|
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চাকরিজীবীদের জন্য প্রসেসিং ফি ছাড়াই গৃহঋণ পাওয়ার সুবিধা আনল টাটা ক্যাপিটাল হাউসিং ফিনান্স। ২৬ জানুয়ারি পর্যন্ত ওই ঋণ নিলে এই সুবিধা মিলবে। ঋণের আবেদনপত্রের সঙ্গে শুধু ৫০০০ টাকার প্রাথমিক ফি লাগবে, যা পরে তাঁর প্রদেয় সুদ থেকে বাদ দেওয়া হবে।
|
আজ, বৃহস্পতিবার থেকে রাজ্য হস্তশিল্প মেলা শুরু হচ্ছে বর্ধমানের উৎসব ময়দানে।
চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে চলছে প্রস্তুতি। বুধবার ছবিটি তুলেছেন উদিত সিংহ। |
তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে গুগ্ল অ্যান্ড্রয়েড প্রযুক্তি চালিত ফোনের জন্য বিশেষ অ্যাপ্লিকেশন মারফত ইন্টারনেট রেডিও আনল ব্র্যান্ডনেক্সট। ওই ‘রেডিও কলকাতা’ অ্যাপটির মাধ্যমে ইংরেজি ও বাংলা, দু’ভাষাতেই কলকাতা ও সংলগ্ন এলাকার বিভিন্ন খবরাখবর মিলবে। এ ধরনের ইন্টারনেট রেডিও ভারতে প্রথম বলে দাবি সংস্থার। রেডিও-র মতোই তা শোনা যাবে। |