সমাজকে কুসংস্কার মুক্ত করার লক্ষে কৃষি, বিজ্ঞান প্রদর্শনী ও উত্সব আয়োজিত হল ডেবরা ব্লকের রাধামোহনপুরের বিবেকানন্দ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। বুধবার উত্সবের সূচনা হয়। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ও রাধামোহনপুর বিজ্ঞান চক্রের সহযোগিতায় আয়োজিত একাদশতম এই উত্সবের উদ্বোধন করেন বিজ্ঞান মঞ্চের রাজ্য নেতৃত্ব মিলন গায়েন। উপস্থিত ছিলেন, ডেবরা ব্লক কৃষি আধিকারিক পূর্ণেন্দু মজুমদার, ডেবরা বিজ্ঞান মঞ্চের আঞ্চলিক সম্পাদক গৌতম চক্রবর্তী প্রমুখ। এ দিন এলাকার স্কুল পড়ুয়ারা ২২টি বিজ্ঞান মডেল দিয়ে প্রদর্শনী সজায়। পুষ্প, কৃষি, বনসাই, মত্স্য প্রদর্শনীর চলবে আগামী চার দিন ধরে। বুধবার, প্রথম দিনে পড়ুয়াদের রাতের আকাশ সম্পর্কে জানাতে এক বেসরকারি সংস্থার সহযোগিতায় কলকাতার বিড়লা তারামণ্ডলের ধাঁচে অস্থায়ী তারামণ্ডল গড়া হয়। |
সেখানেই ৮টি শো-তে প্রায় চারশো পড়ুয়া দর্শক হিসেবে উপস্থিত ছিল। এ ছাড়াও পাঁচটি স্কুলের পড়ুয়াদের বিজ্ঞানের ওপর আঁকা ছবির প্রদর্শনী ছাড়াও ১৬৪ জন ছাত্রীর হিমোগ্লোবিন পরীক্ষা করানো হয়। যে সব ছাত্রীর হিমোগ্লোবিনের পরিমাণ কম, তাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হবে বলে উত্সব কমিটি জানিয়েছে। জানা গিয়েছে, প্রায় ১৮ বছর ধরে ডেবরায় এই বিজ্ঞান চক্রটি এলাকায় বিজ্ঞান সচেতনতার প্রসারে কাজ করছে। বিজ্ঞান চক্রের সম্পাদক পার্থসারথী কর বলেন, “এখনও বিজ্ঞান শিক্ষকরা চক ও ব্ল্যাডবোর্ডেই নির্ভরশীল। আমরা এখানে হাতে কলমে কী ভাবে বিজ্ঞান শিক্ষা দেওয়া যায় তা শেখাচ্ছি।” |