টুকরো খবর
ইউক্রেনে ফের সংঘর্ষ, হত ৪
সংঘর্ষে উত্তপ্ত ইউক্রেনে বুধবার নিহত হলেন চার প্রতিবাদী। জখম অন্ত চারশো জন। কিয়েভে গত দু’মাস ধরে চলা সরকার-বিরোধী বিক্ষোভে এত দিন কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ফলে আজ চার বিক্ষোভকারীর মৃত্যুর পর পরিস্থিতি আরও খারাপ হবে বলেই আশঙ্কা। এ দিন যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে দু’জনের দেহে গুলির চিহ্ন মিলেছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, তৃতীয় জন সম্ভবত কোনও উঁচু সৌধ থেকে পড়ে মারা গিয়েছেন। গত নভেম্বরে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি বাতিল করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য-চুক্তি সই করেন। তার পর থেকে হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করেই বিক্ষোভ দেখান হাজার হাজার ইউক্রেনবাসী। আন্দোলনে রাশ টানতে এক আইন জারি করেন প্রেসিডেন্ট। নতুন আইনে বলা হয়, মাথা বাঁচাতে হেলমেট পরে আন্দোলন করা, বা জমায়েতে মাইক ব্যবহার চলবে না। ইয়ানুকোভিচের এই ঘোষণার পরই বিক্ষোভ আবার মাথাচাড়া দিয়ে ওঠে। বরফে ঢাকা রাস্তায় গত রবিবার থেকে তাঁবু খাটিয়ে থাকতে শুরু করেন অনেকে। এ দিন সকালে এক সরকারি ভবনের সামনে এ রকমই কিছু মানুষকে সরানোর চেষ্টা করে পুলিশ। হাতাহাতির সময় পুলিশ গুলি চালায় বলে অভিযোগ।

জরুরি অবস্থা
বুধবার থেকেই জরুরি অবস্থা বলবৎ হয়েছে তাইল্যান্ডে। প্রথম দিনেই হিংসার খবর। তাইল্যান্ডের উত্তর পূর্বে ইংলাক শিনাবাত্রার এক সমর্থককে গুলি করার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাককে ক্ষমতাচ্যুত করতে পথে নামেন বিরোধীরা। তাঁদের দমন করতেই জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নেয় ইংলাক প্রশাসন। ব্যাঙ্কক ও সংলগ্ন এলাকায় জারি হয় ৬০ দিনের জরুরি অবস্থা।

কাকাকে বাঁচাতে গিয়ে মৃত্যু
পঙ্গু কাকাকে আগুন থেকে উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারাল আট বছরের টাইলার ডুহান। বাঁচেননি ডুহানের কাকা আর দাদুও। নিউ ইয়র্কের পেনফিল্ড শহরের ঘটনা। ক্যারাভানে ঘুমিয়ে ছিলেন মোট ন’জন। ডুহানেরই স্বজন। ছ’জনের ঘুম ভাঙিয়ে বাঁচাতে পেরেছিল ডুহান। কিন্তু তাঁর কাকা, দাদু আর সে বেরিয়ে আসতে পারেননি ক্যারাভান থেকে। পুড়ে গিয়েছে পোষ্য কুকুরটিও। আজ ভোরের দিকে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে আগুন লেগে যায় ওই ক্যারাভানে। দমকলকর্মীদের অনুমান, খুদে টাইলারই প্রথমে টের পায় আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে বাকিদের ঘুম থেকে ডেকে তোলে সে। ছ’জনকে বার করে দিয়ে ডুহানও দৌড়ে বেরিয়ে যায় ক্যারাভান থেকে। তার পরেই ওর মনে পড়ে যায় হুইলচেয়ার বন্দি কাকার কথা। ভিতরে রয়েছেন দাদুও। এক ছুটে সে ফিরে যায় ক্যারাভানে। আর ফেরেনি। পরে দেখা যায় কাকার বিছানার কয়েক হাত দূরে পড়ে রয়েছে টাইলারের দেহ।

পাকিস্তানে জঙ্গি হানায় হত ১২, জখম ৬
ভিড়ে ঠাসা বাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত পক্ষে ছয় পুলিশকর্মী। গুরুতর জখম আরও ছয়। বুধবার সকালে উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, সারধেরি বাজার এলাকায় মঙ্গলবার গভীর রাতে একটি সাইকেলে বিস্ফোরক রেখে যায় জঙ্গিরা। পুলিশের মোবাইল ভ্যান সাইকেলটির সংস্পর্শে এলে প্রচণ্ড শব্দে ফেটে যায় সেটি। বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। শুরু হয়েছে তদন্ত। বুধবারই পশ্চিম বালুচিস্তানে বন্দুকবাজের হানায় মৃত্যু হয়েছে ছয় নিরাপত্তারক্ষীর। মঙ্গলবার এই বালুচিস্তানেই গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ২৪ জন পুণ্যার্থীর।

স্নোডেনের আর্জি
অতিরিক্ত পুলিশি নিরাপত্তা চেয়ে পুতিন সরকারের কাছে আবেদন জানাতে চলেছেন এডওয়ার্ড স্নোডেন। রাশিয়ায় স্নোডেনের আইনজীবী অ্যান্টলি কুচেরিনা বুধবার জানান, তাঁর মক্কেলকে প্রকাশ্যে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে মার্কিন সেনা ও গোয়েন্দা বিভাগ। যার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন স্নোডেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.