হেপাটাইটিস-বি ও হেপাটাইটিস-সি রোগ সম্পর্কে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতন করতে এক ‘ই-স্বাস্থ্য কর্মসূচি’ নিয়েছে ‘লিভার ফাউন্ডেশন, পশ্চিমবঙ্গ’। যকৃতের বিভিন্ন রোগ নিয়ে প্রচার ও সচেতনতার কাজ করে ওই সংগঠন। মঙ্গলবার বৌবাজারে সেন্ট জোসেফ স্কুলে ই-স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন হয়। প্রতিযোগিতামূলক এই কর্মসূচিতে কলকাতা-সহ দেশের চার মহানগরীর প্রায় ৪০০ স্কুলকে আমন্ত্রণ জানানো হয়েছে। কলকাতার স্কুল রয়েছে ১০০টি। ‘http://www.tacklehepatitis.org’ নামে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে। ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন ই-স্বাস্থ্য কর্মসূচি প্রতিযোগিতায় যোগ দিয়ে ওই সাইটে হেপাটাইটিস সংক্রান্ত ছবি ও পোস্টার এঁকে বা গান-সিনেমা-ভিডিও বানিয়ে পোস্ট করেন। সংগঠনের তরফে পার্থসারথি মুখোপাধ্যায় বলেন, “এ ভাবে হেপাটাইটিসের মতো মারাত্মক রোগ সম্পর্কে নানান তথ্য ছাত্রছাত্রী এবং তাঁদের আত্মীয়বন্ধুর কাছে পৌঁছবে।” ছাত্রছাত্রীদের মধ্যে যাঁদের কাজ ভাল হবে, তাঁরা পুরস্কারও পাবেন।
|
চিকিৎসকের দেরি, হাসপাতালে বিক্ষোভ |
চিকিৎসক দেরিতে আসার প্রতিবাদে শান্তিপুর স্টেট জেনারেন হাসপাতালের বহিঃবিভাগের একাংশে তালা ঝোলাল স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকার লোকজনের অভিযোগ, সকাল সাড়ে ন’টা থেকে বহিঃবিভাগ শুরু হওয়ার কথা। কিন্তু এক জন হাড়ের ডাক্তার প্রতিদিনই দেরিতে আসেন। হয়রানির শিকার হতে হয় রোগীদের। মঙ্গলবারও ওই চিকিৎসক দেরিতে আসায় বেলা সাড়ে দশটা নাগাদ তালা ঝোলায় এলাকার মানুষ। বেলা সোয়া এগারোটা নাগাদ আসেন ওই চিকিৎসক। হাসপাতালের সুপার সমরজিৎ আধিকারি বলেন, “ওই চিকিৎসক মাঝেমধ্যেই দেরিতে আসেন। বারণ করে লাভ হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।” দেহ উদ্ধার। পুকুর থেকে নৃপেন দাস (৬০)ননামে এক বৃদ্ধের দেহ উদ্ধার করল পুলিশ। তাঁর বাড়ি চাকদহের দিগড়া এলাকায়। মঙ্গলবার সকালে চাকদহের হাঁড়িপুকুর এলাকার একটি পুকুরে ওই ব্যক্তির দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে পেশায় ভ্যান চালক ওই ব্যক্তির দেহ উদ্ধার করে।
|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো একটি অ্যাম্বুল্যান্স বুধবার রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো তুলে দিলেন বাঘমুণ্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের হাতে। |