ছাত্রীকে অপহরণের অভিযোগে ধৃত তিন |
দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে ১১৭ নম্বর জাতীয় সড়কের কুলপির মোড় থেকে এদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত তিন জনের নাম মিঠুন দাস, সন্তোষ দাস এবং রাজেশ্বর দাস। এদের মধ্যে মিঠুন কাকদ্বীপ কলেজের বি এ দ্বিতীয় বর্ষের ছাত্র। এদের প্রত্যেকেরই বাড়ি কাকদ্বীপের উত্তর গোবিন্দপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল কাকদ্বীপের পাহাড়ির চক গ্রামের ওই ছাত্রী। কিন্তু বিকেলে সে বাড়ি ফেরেনি। সন্ধ্যায় ছাত্রীর বাবা প্রভাস জানা পুলিশের কাছে মিঠুন-সহ তার আট বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাতেই মিঠুন-সহ তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, নাবালিকাকে অপহরণ করে বিয়ে করার জন্য নিয়ে যাচ্ছিল মিঠুন। মঙ্গলবার তিন জনকে কাকদ্বীপ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক।
|
মহিলার মৃত্যু, গ্রেফতার স্বামী |
এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে রিঙ্কু সরকার (২৫)।ওই মহিলার দেহ উদ্ধার হয় তাঁর চাকদহের শ্বশুর বাড়ি থেকে। রিঙ্কুদেবীর বাবার বাড়ি কল্যাণীর জয়দেববাটী এলাকায়। মৃতার বাবা রাম গোপাল দাস পুলিশকে জানিয়েছে, জামাই কল্যান সরকার মেয়েকে মেরে ঘরে ঝুলিয়ে দিয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে কল্যানকে গ্রেফতার করেছে।
|
মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধার |
এক মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনায় ডায়মন্ড হারবারের আব্দালপুর ঘোষেরচক গ্রামের একটি মাঠ থেকে বছর পঞ্চাশের অজ্ঞাতপরিচয় ওই মহিলার দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা চাষের কাজে যাওয়ার সময়ে ওই মহিলার দেহ দেখতে পান। একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
কৃষি দফতরের উদ্যোগে গোপালনগর পল্লিতে শুরু হল তিন দিনের মাটি-কৃষি-উদ্যান-মৎস্য-প্রাণী মেলা। জেলা পরিষদের সভাধিপতি রহিমা মণ্ডল মেলার উদ্বোধন করেন। ছিলেন বনগাঁ ব্লক কৃষি আধিকারিক শঙ্করকুমার বিশ্বাস, বিধায়ক বিশ্বজিৎ দাস ও সুরজিৎ বিশ্বাস, সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) সুশীলকুমার বিশ্বাস। মেলায় থাকছে কৃষিজ দ্রব্যের প্রদর্শনী, আলোচনা সভা, কিষান ক্রেডিট কার্ড দেওয়ার জন্য ক্যাম্প। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
|
সাতদিনব্যাপী বিবেক মেলা হয়ে গেল ফলতায়। ফলতা তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা ১ নম্বর সেক্টরে এই মেলা হয়। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় ছিল নাটক, যাত্রা, গাজন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। ছিল ১০০টি খাবারের স্টল। ফলতা অর্থনৈতিক অঞ্চলের কয়েক হাজার শ্রমিক যোগ দেন মেলায়।
|
সাত দিন ব্যাপী হীরক জয়ন্তী বর্ষ উদযাপন হয়ে গেল বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে। শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ছিল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব, বিজ্ঞান বিষয়ক মডেল প্রদর্শনী। প্রকাশিত হয় বিদ্যালয়ের স্মরণিকা।
|
মধ্যমগ্রামের কোরা এলাকায় একটি পুকুরে এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছে। মঙ্গলবার সকালে দেহটি ভাসতে দেখে বাসিন্দারা থানায় খবর দেন। পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরেই মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। মৃতার গায়ে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানা গিয়েছে।
|
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল গোপালনগরের ন’হাটা হাইস্কুলে। উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি রহিমা মণ্ডল। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকদের মধ্যেও ক্রীড়া প্রতিযোগিতা হয়। |