টুকরো খবর |
নয়ানজুলিতে বস্তায় মহিলার মুণ্ডহীন দেহ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রামে মাঠের মধ্যে গাছে বাধা অবস্থায় যে মহিলার দেহ উদ্ধার হয়েছিল, তাঁর পরিচয় এখনও জানা যায়নি। এ বার তমলুকে হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের পাশে নয়ানজুলি থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হল এক মহিলার গলা কাটা দেহ। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার নেতাজিনগর বাজারের কাছে গোবিন্দপুর গ্রামে নয়ানজুলিতে একটি চটের বস্তা ভাসতে দেখেন স্থানীয় এক বাসিন্দা। এরপর বেশ কয়েকজন জড়ো হয়ে ওই বস্তা খুলে দেখতে পান এক মহিলার মুণ্ডহীন দেহ রয়েছে ভিতরে। খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে ও ময়না-তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়। পরে দুপুর ১টা নাগাদ তমলুক থানার পুলিশ ফের গোবিন্দপুর গ্রামে গিয়ে আশেপাশের ঝোপে ও জাতীয় সড়কের ধারে নয়ানজুলিতে জাল ফেলে মহিলার মুণ্ডু খোঁজে। কিন্তু বেশ কিছুক্ষণ তল্লাশির পরও কিছু পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মৃতার বয়স ত্রিশের কাছাকাছি। ডান হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাল-খয়েরি সালোয়ার কামিজ পরিহিতা ওই মহিলার হাতে নোয়া দেখে অনুমান করা হচ্ছে, তিনি বিবাহিতা। একটি লাল রঙের চাদরও ছিল পরনে। তবে আশপাশে রক্তের দাগ মেলেনি। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, পেশাদার দুষ্কৃতীরা অন্যত্র ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলার গলা কেটে বস্তাবন্দি করেছে দেহটি। মহিলার পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
কৌশলে এগোনোর পরামর্শ দীপকদের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এলাকার পরিস্থিতি বুঝে সংগঠন বিস্তারের কাজ করার পরামর্শ দিলেন সিপিএম নেতৃত্ব। কোথাও পথসভা, কোথাও মিছিল, কোথাও বা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের বলাকা মঞ্চে সভা করে জেলা সিপিএম। ছিলেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণ রায়, ডহরেশ্বর সেন প্রমুখ। রাজ্যে পালাবদলের পর জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় সিপিএমের সংগঠন দুর্বল হয়ে পড়েছে। সদ্য পুরভোটেও তিন দশকের ‘লালদুর্গ’ গুঁড়িয়ে দিয়ে ঝাড়গ্রাম শহরে বিপুল জয় পেয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে যে আচমকা ‘ঘুরে দাঁড়ানো’ অসম্ভব, তা বুঝতে পারছেন জেলা সিপিএমের শীর্ষ নেতৃত্ব। তাই কর্মীদের কৌশলে এগোনোর পরামর্শ দিচ্ছেন তাঁরা। আগামী ২ ফেব্রুয়ারি মেদিনীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সভা রয়েছে। ৯ ফেব্রুয়ারি বিগ্রেড সমাবেশ রয়েছে। মূলত, এই দুই সভার প্রস্তুতি হিসেবে এদিন সভা করে সিপিএম। সভায় দীপকবাবুরা বুঝিয়ে দেন, প্রতিকূল পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে এগোতে হবে। কৌশল অবলম্বন করতে হবে। জনগনকে সঙ্গে নিয়ে সংগঠনের সম্প্রসারনের কাজ চালিয়ে যেতে হবে। এবং সম্প্রসারিত শক্তিকে সংহত করতে হবে।
|
ছাত্রভোটে থাকবে কড়া পুলিশি প্রহরা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ছাত্রভোটে সব কলেজে কড়া পুলিশি প্রহরা থাকবে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। তিনি বলেন, “কলেজের সামনে পুলিশ মোতায়েন থাকবে। যে বা যারা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।” আগামী ২৭ জানুয়ারি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অধীন সব কলেজে ভোট। ইতিমধ্যে মনোনয়ন-পর্ব মিটেছে। মনোনয়ন- পর্বে খড়্গপুর, হিজলি, চাঁইপাট, সবং, মেদিনীপুর কমার্স কলেজে অশান্তি হয়েছে। নামমাত্র আসনে বিরোধী-প্রার্থী থাকায় ভোটের আগেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে জয় নিশ্চিত তৃণমূল ছাত্র পরিষদের। অধিকাংশ কলেজের ছাত্র সংসদেও টিএমসিপির ক্ষমতায় আসা নিশ্চিত হয়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরে ২৪টি কলেজ। এর মধ্যে ১৩টিতেই বিরোধী প্রার্থী নেই। বাকি যে ১১টি কলেজে বিরোধী প্রার্থী রয়েছে, তার মধ্যে মাত্র ৫টি কলেজে টিএমসিপিকে লড়াইয়ের মুখে পড়তে হবে। বাকি ৬টি কলেজের ছাত্র সংসদে শাসক দলের ছাত্র সংগঠনের ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা।
|
এ বার আইনমন্ত্রীর দ্বারস্থ আইনজীবীরা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
সমস্যার সমাধান করার আর্জি জানিয়ে এ বার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, আইনমন্ত্রীর দ্বারস্থ হলেন ঝাড়গ্রাম মহকুমা আদালতের আইনজীবী এবং মুহুরিরা। মঙ্গলবার সব মিলিয়ে ১৬ জনের কাছে এক স্মারকলিপি পাঠিয়েছেন তাঁরা। ডাকযোগে তা পাঠানো হয়েছে। শূন্যপদে কর্মী নিয়োগ, নতুন এজলাস চালু-সহ কিছু দাবিতে গত ৬ জানুয়ারি থেকে কর্মবিরতি করছেন ঝাড়গ্রাম মহকুমা আদালতের আইনজীবী এবং মুহুরিরা। পরিস্থিতি খতিয়ে দেখতে গত শুক্রবার ঝাড়গ্রাম মহকুমা আদালতে আসেন মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক রাই চট্টোপাধ্যায়। তিনি কর্মবিরতি প্রত্যাহার করার আর্জি জানান। প্রতিনিধি দলের সদস্যরা অবশ্য বিচারককে জানান, লিখিত আশ্বাস না-পেলে আন্দোলন থেকে সরে আসা সম্ভব নয়। এ দিকে, এখনও কর্মবিরতি চলায় সমস্যায় পড়েছেন বিচারপ্রার্থীরা। বিভিন্ন মামলার বিচার বিলম্ব হচ্ছে। অ্যাকশন কমিটির বক্তব্য, আগেও কর্মবিরতি হয়েছে। তখন যত দ্রুত সম্ভব দাবিপূরণের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু কাজ হয়নি। কমিটির পক্ষে সতীন্দ্রনাথ পতিচৌধুরী বলেন, “ডাকযোগে স্মারকলিপি পাঠানো হয়েছে। আশা করব, বিচার বিভাগ সমস্যার সমাধানে পদক্ষেপ করবে।”
|
হালখাতার ভোজ খেয়ে অসুস্থ গ্রামবাসী
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
এক ব্যবসায়ীর বার্ষিক হালখাতার অনুষ্ঠানে ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন গ্রামবাসী। সোমবার পাঁশকুড়া থানার দিগলাবাড় গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দা তপন দিণ্ডার পোশাকের পাইকারি ব্যবসা রয়েছে। ওই ব্যবসার বার্ষিক হালখাতার অনুষ্ঠান উপলক্ষে রবিবার দুপুরে তপনবাবু ব্যবসার কাজে জড়িত ক্রেতা ও স্থানীয় বাসিন্দা মিলে প্রায় দু’শো জনকে খাওয়ান। এদের মধ্যে বেশ কয়েকজন এ দিন রাতেই অসুস্থ হয়ে পড়েন। প্রত্যেকেরই পেটের রোগ, মাথার যন্ত্রণা, জ্বর ইত্যাদি উপসর্গ দেখা যায়। অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাতে ৭ জনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে আরও ৫ জনকে জেলা হাসাপাতালে ভর্তি করা হয়। তপনবাবুর তিন মেয়েও ওই ভোজ খেয়ে অসুস্থ হয়ে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তপনবাবুর স্ত্রী অনিমাদেবী বলেন, “নিমন্ত্রিতদের ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস ও রসমালাই মিষ্টি খাওয়ানো হয়েছিল। কিন্তু ওই দিন রাতেই আমরা বেশ কয়েকজনের অসুস্থ হয়ে পড়ার খবর পাই। আমার তিন মেয়ে-সহ এলাকার ১২ জনকে জেলা হাসপাতালে আনা হয়েছে। কেন এমনটা হল বুঝতে পারছি না।” জেলা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, খাবারে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে।
|
দীর্ঘ দিন পরে নির্বাচন জেলা পরিকল্পনা কমিটিতে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জেলা পরিকল্পনা কমিটি-র নির্বাচন প্রক্রিয়া শুরু করল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। মঙ্গলবার থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে এ দিন একটিও মনোনয়ন জমা পড়েনি। মনোনয়ন জমার শেষ তারিখ ৩১ জানুয়ারি। ২১ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচন প্রক্রিয়া খুব জটিল। বাম আমলে একাধিপত্য থাকায় এই কমিটিতে কোনও নির্বাচন হয়নি। এ বার জেলা পরিষদে একাধিপত্য রয়েছে তৃণমূলের। তবু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। এই নির্বাচন পদ্ধতি এমনই যে জেলা পরিষদের ২ জন প্রতিনিধি নিয়েও সিপিএম একজন সদস্যকে নির্বাচিত করতে পারবে। আবার পুরসভাতেও সিপিএম ও তৃণমূলের অনেক কাউন্সিলর রয়েছেন। সেখান থেকেও এই কমিটিতে নির্বাচিত সদস্য নিয়ে আসার সম্ভাবনাও প্রবল। তাই কংগ্রেস অবশ্য নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সিপিএম এ ব্যাপারে এখনও কিছু জানাতে নারাজ।
|
লরির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
লরির ধাক্কায় মৃত্যু হল ব্যক্তির। মৃতের নাম রতন সাঁতরা (৪২)। মঙ্গলবার ভোরে নন্দকুমার থানার কামারদা বাজারের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। রতনবাবুর বাড়ি কামারদা গ্রামে। সোমবার গভীর রাতে তমলুকের নিমতৌড়িতে পানবাজারে কাজ সেরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। রাত ৩টা নাগাদ কামারদা বাজারের কাছে মেচেদা থেকে হলদিয়াগামী একটি সব্জিবোঝাই লরি রতনবাবুকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক লরি ফেলে পালিয়ে যায়।
|
নালিশ তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
এক স্বেচ্ছাসেবী সংস্থার নীচু জমি মাটি দিয়ে ভরাট করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি। এমন সিদ্ধান্তের নেপথ্যে কংগ্রেস-সিপিএম আতাঁত রয়েছে বলে অভিযোগ তুললেন সবং থেকে নির্বাচিত জেলা পরিষদ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি। ওই স্বেচ্ছাসেবী সংস্থা সিপিএম পরিচালিত দাবি করে অতিরিক্ত জেলাশাসক অরিন্দম দত্তের কাছে তিনি অভিযোগ করেছেন। মঙ্গলবার অমূল্যবাবু বলেন, “সবংয়ে সিপিএম ও কংগ্রেস যে বন্ধুত্ব বজায় রয়েছে জমি ভরাটের ঘটনাই তার প্রমাণ।”
|
প্রতিবেশীর সঙ্গে ধস্তাধস্তি, মৃত ১
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
মদ্যপ অবস্থায় প্রতিবেশীর সঙ্গে ধস্তাধস্তির সময় অসুস্থ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার ঘটনাটি ঘটেছে কোলাঘাট থানার কাউরচণ্ডী গ্রামে। মৃতের নাম ইয়াসিন খান (৪২)। কোলাঘাটের আমলহাণ্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার কাউরচণ্ডী গ্রামের বাসিন্দা ইয়াসিন খান পেশায় রাজমিস্ত্রি। জমি নিয়ে বিরোধের জেরে সোমবার সকালে প্রতিবেশীর সঙ্গে ইয়াসিনের পরিবারের বচসা বাধে। সেই সময় মদ্যপ ইয়াসিনের সঙ্গে প্রতিবেশীদের ধস্তাধস্তি হলে ইয়াসিন অসুস্থ হয়ে পড়েন। রাতে তমলুকে জেলা হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
|
বাসের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বাসের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম কার্তিক দাস (২৬)। বাড়ি চন্দ্রকোনা থানার বামারিয়াতে। মঙ্গলবার দুপুরে কার্তিকবাবু সাইকেলে করে ক্ষীরপাই যাচ্ছিলেন। চন্দ্রকোনা থানার বামারিয়ার কাছে ক্ষীরপাই-আরামবাগ সড়কে দিঘা-আরামবাগগামী একটি বাস ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পর মৃতের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বাস ভাঙচুরও হয়। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রায় আড়াই ঘণ্টা পর চন্দ্রকোনা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি আয়ত্তে আনে।
|
তার চুরি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বিদ্যুতের সাবস্টেশন থেকে তামার তার চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার নিউ হলদিয়া ২২০ কেভি সাবস্টেশনে রাজু ধারা নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। ধৃতের বাড়ি বিহারের মতিহারে। তবে সে হলদিয়াতেই থাকত। শনিবার রাতে ওই চুরির ঘটনা ঘটে। রবিবার পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থার পক্ষ থেকে পুলিশে সাবস্টেশনে চুরির অভিযোগ দায়ের করা হয়। ধৃতকে মঙ্গলবার হলদিয়া এসিজেএম আদালতে তোলা হলে চোদ্দো দিন জেল হেফাজতের নির্দেশ হয়। রাজুর কাছ থেকে পুলিশ ৯০ মিটার তামার তার উদ্ধার করেছে।
|
ভুয়ো নম্বর প্লেট, আটক দু’টি ট্রাক
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ভুয়ো নম্বর প্লেট লাগানোর অভিযোগে দু’টি ট্রাককে আটক করল পুলিশ। সোমবার বিকেলে ভবানীপুর থানার ডিঘাসীপুর এলাকা থেকে ওই দু’টি ট্রাককে আটকে করে পুলিশ। যদিও দু’টি ট্রাকের চালক পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ট্রাক দু’টির মালিক শেখ জামশেদ আলি উত্তর ২৪ পরগনার বাসিন্দা। তিনি ব্যবসার জন্য হলদিয়ায় থাকেন। পুলিশ জানিয়েছে, ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে বিভিন্ন শিল্প সংস্থার পণ্য লোপাট করার একাধিক চক্র হলদিয়া সক্রিয় রয়েছে। সেনিয়ে তদন্ত চলছে।
|
পুলিশি হেফাজত
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
শ্বশুরকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ধৃত জামাই গৌতম মণ্ডলকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠাল তমলুক আদালত। রবিবার রাতে ময়নার বাকচা গ্রামের বাসিন্দা নারায়ণ খালুয়াকে বাড়ির মধ্যেই ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে জামাই গৌতমের বিরুদ্ধে। পুলিশ গৌতমকে সোমবার দুপুরে নন্দকুমার থানার এক গ্রাম থেকে গ্রেফতার করে। |
|