|
|
|
|
কংগ্রেস সদস্যকে মার, নন্দীগ্রামে অভিযুক্ত তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কংগ্রেস পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে নন্দীগ্রামের দাউদপুর গ্রামের ঘটনা। মারধরে আহত দাউদপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য রঘুপতি পণ্ডাকে নন্দীগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
নন্দীগ্রাম ১ ব্লক কংগ্রেসের নেতা সেখ আসরাফুলতুল্লার অভিযোগ, “একশো দিনের কাজের প্রকল্পে রাস্তা নির্মাণের জন্য রঘুপতিবাবুর দেওয়া প্রস্তাব তৃণমূল পরিচালিত পঞ্চায়েত পরিবর্তন করেছিল। এনিয়ে সোমবার পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠকে রঘুপতিবাবু প্রতিবাদ করেন। তারপরেই এ দিন সকাল ১০টায় বাড়ি থেকে নিজের মুদির দোকানে যাওয়ার পথে একদল তৃণমূল সমর্থক তাঁকে মারধর করেছে।”
কংগ্রেসের এই অভিযোগ উড়িয়ে দিয়ে নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল সভাপতি মেঘনাদ পাল বলেন, “একশো দিনের কাজের প্রকল্পে বার্ষিক পরিকল্পনার জন্য পঞ্চায়েত সদস্যদের কাছ থেকে বিভিন্ন কাজের প্রস্তাব জমা নেওয়া হয়েছিল। এছাড়াও পঞ্চায়েত প্রধান নিজের উদ্যোগে বিভিন্ন বুথে কিছু কাজের প্রস্তাব জমা দিয়েছিলেন। কিন্তু কংগ্রেস পঞ্চায়েত সদস্য রঘুপতিবাবু সোমবার পঞ্চায়েতের বৈঠকের সময় দলীয় লোকজন নিয়ে গিয়ে প্রধানের প্রস্তাব খারিজের দাবি করে। এমনকি পঞ্চায়েতের কর্মীদের জোর করে আটকেও রাখে।”
মেঘনাদবাবু বলেন, “মঙ্গলবার সকালে ফের রঘুপতিবাবু লোকজন নিয়ে পঞ্চায়েত অফিসের সামনে গিয়ে ঝামেলা করার চেষ্টা করে। এনিয়ে আমাদের সমর্থকদের সঙ্গে তাঁর বচসাও হয়। আমি নিজে সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দিই। রঘুপতিকেবাবুকে মারধরের অভিযোগ ভিত্তিহীন।” |
|
|
|
|
|