|
|
|
|
সিপিএম-কংগ্রেস আঁতাঁত সবংয়ে, নালিশ তৃণমূলের |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
এক স্বেচ্ছাসেবী সংস্থার নীচু জমি মাটি দিয়ে ভরাট করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি। এমন সিদ্ধান্তের নেপথ্যে কংগ্রেস-সিপিএম আতাঁত রয়েছে বলে অভিযোগ তুললেন সবং থেকে নির্বাচিত জেলা পরিষদ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি। ওই স্বেচ্ছাসেবী সংস্থা সিপিএম পরিচালিত দাবি করে অতিরিক্ত জেলাশাসক অরিন্দম দত্তের কাছে তিনি অভিযোগ করেছেন, সবংয়ের দেভোগ গ্রাম পঞ্চায়েত এলাকার লক্ষ্যায় বেশ কিছু বছর আগে ‘সবং মনোরঞ্জন মাইতি ইনস্টিটিউট ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা একটি সরকারি খাস জমি দখল করে। অমূল্যবাবুর অভিযোগ, ওই স্বেচ্ছাসেবী সংস্থা প্রথমে জানিয়েছিল ২ একর জমিতে আইটিআই কলেজ গড়বে। তিনি জানান, ওই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হরেকৃষ্ণ সামন্ত ও সম্পাদক সবংয়ের সিপিএমের জোনাল সম্পাদক অমলেশ বসু। অমূল্যবাবুর দাবি, সব জেনেও কংগ্রেস পরিচালিত সবং পঞ্চায়েত সমিতি মাটি ভরাটের জন্য একশো দিনের প্রকল্পে ২১ লক্ষ টাকা বরাদ্দ করেছে। মঙ্গলবার অমূল্যবাবু বলেন, “সবংয়ে সিপিএম ও কংগ্রেস যে বন্ধুত্ব বজায় রয়েছে জমি ভরাটের ঘটনাই তার প্রমাণ।”
যদিও পঞ্চায়েত সমিতির দাবি, আইটিআই কলেজের জন্য প্রস্তাবিত জমিটি যে সময় নেওয়া, তখন পঞ্চায়েত সমিতি সিপিএমের দখলে ছিল। সেই সময়ই তারা ‘অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে’র আওতায় নিয়ে আসে মাটি ভরাটের প্রকল্পকে। পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের অমল পণ্ডা বলেন, “ওই জমি কাদের, তা নিয়ে আমাদেরও সংশয় রয়েছে।” এনআরইজিএস ও ভূমি সংস্কার দফতরের অতিরিক্ত জেলাশাসক অরিন্দম দত্ত বলেন, “আমার কাছে অভিযোগ এসেছে। তবে ওই স্বেচ্ছাসেবী সংস্থায় তিনটি রাজনৈতিক দলেরই লোক রয়েছে বলে শুনেছি। গোটা বিষয়টির তদন্ত করা হবে।” |
|
|
|
|
|