উলুবেড়িয়ায় গুলিতে জখম
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
জনবহুল রাস্তায় গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি। মঙ্গলবার সকালে উলুবেড়িয়ার বীরশিবপুরের কালীতলার ঘটনা। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ মাঝবয়সী স্থানীয় ওই ব্যক্তির নাম হারু প্রামাণিক। তাঁকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি ওয়ানশটার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু বছর ধরেই এলাকায় থাকতেন না হারুবাবু। বছর তিনেক আগে তিনি কালীতলায় ফিরে আসেন। এরপর এলাকাতেই একটি মন্দির তৈরি করেন। সেই মন্দিরেই সব সময় থাকতেন। সেখানে তৈরি করেছিলেন একটি দাতব্য চিকিৎসালয়। এ দিন সকালেও মন্দিরেই যাচ্ছিলেন। কী কারণে কারা তাঁকে লক্ষ্য করে গুলি চালাল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।
|
শ্যামপুরে ফুটবল ম্যাচ
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর |
তিন দিন ব্যাপী নক-আউট ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল শ্যামপুরে। সুখাস্মৃতি ‘আমরা সবাই’য়ের উদ্যোগে এই খেলায় যোগ দেয় বিভিন্ন জেলার প্রায় ১৬টি দল। ফাইনালে মুখোমুখি হয় গুড়েপাড়া অঙ্কুর বনাম গুড়েপোল শিবতলা স্পোর্টিং ক্লাব। ৪-৩ গোলে জয়লাভ করে গুড়েপোল শিবতলা স্পোর্টিং ক্লাব। উদ্যোক্তারা জানিয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ হন শেখ মনতাজুল এবং শেখ বাবুল।
|
সম্প্রতি ১৫ তম শিশু উৎসব হয়ে গেল হাওড়ার বালি-জগাছা ব্লকের জগদীশপুরে। নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের উদ্যোগে জগদীশপুর বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানটি হয়। ছিল নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। অনুষ্ঠানে বিশিষ্ট কয়েকজন শিশু সাহিত্যিককে সংবর্ধনা দেওয়া হয় বলে জানান উদ্যোক্তারা। |