গ্রামসভার আমন্ত্রণপত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছবি। এর প্রতিবাদ জানাতেই মঙ্গলবার চণ্ডীতলা-২ ব্লকের জনাই পঞ্চায়েত অফিস ঘেরাও করলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। শেষ পর্যন্ত আমন্ত্রণপত্র বদলে ফেলা হবে বলে লিখিত প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি সামলান সিপিএম পরিচালিত ওই পঞ্চায়েতের মহিলা প্রধান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ২৩-২৬ জানুয়ারি ওই পঞ্চায়েতের গ্রামসভা রয়েছে স্থানীয় গোয়েঙ্কা উচ্চ বালিকা বিদ্যালয়ে। ওই অনুষ্ঠানের জন্য ফ্লেক্স টাঙানো হয়। আমন্ত্রণের কার্ড বিলিও শুরু হয়। তাতে জ্যোতিবাবু এবং নেলসন ম্যান্ডেলার ছবি রয়েছে। বিষয়টি তৃণমূলের লোকজনের নজরে আসতেই শোরগোল পড়ে। প্রধান হাবিবা বেগম লিখিত ভাবে জানান, তাঁর অজ্ঞাতেই ওই সমস্ত ফ্লেক্স এবং কার্ড তৈরি হয়েছিল। কোথাও নতুন করে ওই ধরনের ফ্লেক্স লাগানো এবং কার্ড বিলি না করা হয় সেই ব্যবস্থা তিনি করবেন বলেও আশ্বাস দেন।
জেলা পরিষদের সদস্য সুরজিৎ মণ্ডল এবং চণ্ডীতলা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের সন্টু রিটের অভিযোগ, “নেলসন ম্যান্ডেলা বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। কিন্তু জ্যোতি বসুর ছবি স্রেফ রাজনৈতিক কারণেই ছাপানো হয়েছিল।” সিপিএম নেতৃত্ব এ ব্যাপারে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি। দলের জেলা সম্পাদক সুদর্শন রায়চৌধুরী বলেন, “ম্যান্ডেলার সঙ্গে জ্যোতিবাবুর ছবি খাপ খায়। তাই হয় তো ওঁদের এত রাগ।”
|