রাস্তা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীকে খুনের দায়ে দুই মহিলা-সহ ১১ জনের সাজা হল। পুলিশ জানায়, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর খুনের ঘটনাটি ঘটেছিল খানাকুলের রঘুনাথপুরে। সুচাঁদ মালিক নামে এক ব্যক্তির উপরে লাঠি-রড-টাঙি নিয়ে হামলা চালিয়ে তাঁকে খুন করে লক্ষ্মণ মালিক-সহ কয়েক জন।
ওই মামলায় মঙ্গলবার রায় দিয়েছেন আরামবাগ আদালতের বিচারক শ্যামাপ্রসাদ রজক। মূল অভিযুক্ত লক্ষ্মণের ৭ বছরের জেল ও দু’হাজার টাকা জরিমানা ঘোষণা করেন তিনি। শ্যামাপদ মালিকের ৫ বছর, জগন্নাথ মালিক এবং মিতালি মালিকের ৪ বছর করে এবং বাকি সকলের এক বছরের কারাদণ্ড হয়েছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী নবকুমার মজুমদার। অন্য দিকে, আসামি পক্ষের আইনজীবী তপন হাজার জানান, তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন। পুলিশ জানায়, নিজের ভিটের উপর দিয়ে পাড়ার একটি রাস্তা করা নিয়ে আপত্তি জানিয়েছিলেন দিনমজুর সুচাঁদ। তার পরেও কয়েকবার জোর করে রাস্তা করার চেষ্টা হলে সুচাঁদবাবু মামলা করেন প্রতিবেশী কয়েক জনের বিরুদ্ধে। তা নিয়ে অশান্তি চলছিল প্রতিবেশীদের সঙ্গে। তারই জেরে সুচাঁদবাবুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়।
ঘটনাস্থলেই মারা যান তিনি। সুচাঁদের ছেলে বাণেশ্বর মালিক ওই রাতেই থানায় ১১ জন প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করেন। পরে মামলা শুরু হয়। ধরা পড়ে অনেকে। এ দিন সাজা ঘোষণার পরে বাণেশ্বর বলেন, “সকলের যাবজ্জীবন সাজা হলে আরও খুশি হতাম।”
|