|
|
|
|
কার্ডের তথ্য চুরি করছে ডেক্সটার, ছড়াচ্ছে আতঙ্ক
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
২১ জানুয়ারি |
কম্পিউটারে এক নয়া আপদ! আর তাকে ঘিরেই আগামী দিনে বড় বিপদের ছায়া দেখছেন বিশেষজ্ঞরা। কম্পিউটার বিশেষজ্ঞদের বক্তব্য, যাঁরা কেনাকাটায় লেনদেনের ক্ষেত্রে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাঁদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠতে পারে ডেক্সটার নামের এই নতুন ট্রোজানটি। বস্তুত ট্রোজান হল এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম, যা ভাইরাসের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। অ্যান্টি ভাইরাস ব্যবহার করে কম্পিউটার থেকে ভাইরাস মুছে ফেলা গেলেও ট্রোজান ধ্বংস করা যায় না। আর এদের ক্ষতি করার ক্ষমতাও ভাইরাসের চেয়ে ঢের বেশি। সাইবার সিকিওরিটি বিভাগের গোয়েন্দাদের বক্তব্য, ডেক্সটার ট্রোজানটি কার্ড-ব্যবহারকারীর যাবতীয় গোপন তথ্য চুরি করে তাকে কার্যত সর্বস্বান্ত করে ফেলতে পারে।
ডেবিট কার্ড ব্যবহারকারীদের নানা জালিয়াতির হাত থেকে বাঁচাতে গত ডিসেম্বর থেকে নতুন নিয়ম চালু করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সেই নিয়ম অনুযায়ী, কোনও দোকানে গিয়ে ডেবিট কার্ড ব্যবহার করে বিল মেটাতে হলে এটিএম পিন নম্বর ব্যবহার করা বাধ্যতামূলক। আর ডেক্সটার নামের ট্রোজানটি হামলা করছে ঠিক সেখানেই। দোকানের কার্ড সোয়াইপ করার মেশিনে বাসা গেড়ে বসছে ট্রোজানটি। সেখান থেকে অনায়াসে কাউকে কিছু বুঝতে না দিয়ে সে চুরি করে নিচ্ছে গ্রাহকের কার্ডের নানা গোপন তথ্য। কার্ডটি সোয়াইপ করার সঙ্গে সঙ্গেই ডেক্সটার জেনে যাচ্ছে তার মেয়াদ ফুরনোর তারিখ, সিভিভি কোড, কার্ড মালিকের নাম, ঠিকানা এমনকী তাঁর অ্যাকাউন্ট নম্বর পর্যম্ত! এর পর সেই তথ্য দিয়ে ভুয়ো কার্ড বানিয়ে অ্যাকাউন্টের জমা টাকা হাতিয়ে নেওয়া কিংবা অনলাইনে ওই কার্ড নম্বর ব্যবহার করে মোটা টাকার কেনাকাটি করা যে কোনও ভাবে নিঃস্ব করে ফেলা যেতে পারে ওই কার্ডের মালিককে।
ভারতের কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম (সিইআরটি)-এর তরফে জানানো হয়েছে, ডেক্সটার ট্রোজানের বিশেষত্ব হচ্ছে এর উপস্থিতি সহজে টের পাওয়া যায় না। তাই এর মোকাবিলা করাও কঠিন। এর থেকে মুক্তির উপায় এখনও খুঁজছেন কাউন্টার সাইবার অ্যাটাক বিভাগের বিশেষজ্ঞরা। জনসাধারণের উদ্দেশে তাঁদের পরামর্শ, দোকানে গিয়ে কার্ড পারতপক্ষে ব্যবহার করবেন না। নগদ টাকায় কেনাকাটা করুন। পাশাপাশি ছোট-বড় সব ধরনের দোকানকেই সিইআরটি-র তরফে জানানো হয়েছে, অনলাইন লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করার কথা। সেলস কাউন্টারের মেশিনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়মিত আপডেট করলেও এই ধরনের সমস্যা এড়ানো সম্ভব। পাশাপাশি দোকানগুলির কম্পিউটারের সুরক্ষাবলয়ও জোরদার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। |
|
|
|
|
|