|
|
|
|
অফিসে অসমিয়া বললেই জরিমানা, বিক্ষোভ অসমে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
২১ জানুয়ারি |
অফিসে অসমিয়ায় কথা বললেই ৫ টাকা করে জরিমানা!
দিনে যতবার মুখ ফস্কে অসমিয়া বের হবে, সেই হিসেবে বেতন থেকে কাটা হবে জরিমানার টাকা।
অসমের দফতর-কারখানা-গুদামের কর্মীদের জন্য এমনই তুঘলকি ফরমান জারি করেছিল কলকাতার একটি সিমেন্ট সংস্থার কর্তৃপক্ষ।
তার জেরে রাজ্য জুড়ে শুরু হয় বিক্ষোভ। ব্যবসায় ক্ষতির আশঙ্কায় শেষ পর্যন্ত সংস্থার তরফে ক্ষমা চেয়ে নেওয়া হল। কান ধরে, রাস্তায় বসে ক্ষমা চাইতে বাধ্য হলেন সংশ্লিষ্ট সংস্থার এক কর্তা। |
|
অসমিয়া ভাষায় নিষেধাজ্ঞা জারি করায় অসম যুব পরিষদের সদস্যদের বিক্ষোভের মুখে সিমেন্ট
কারখানার ম্যানেজার (এইচ আর)। মঙ্গলবার গুয়াহাটিতে উজ্জ্বল দেবের তোলা ছবি। |
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। সংস্থাটির মানবসম্পদ বিভাগের কর্তা রতন রায় জানান, কর্ণধার পি কে বাগলার নির্দেশে অসমের শাখা দফতর ও গুদামে অসমিয়া ভাষা বর্জনের ফরমান জারি করা হয়। সহকারী জেনারেল ম্যানেজার বিকাশ বরা বলেন, “নিজে অসমিয় হয়েও, এমন হুলিয়া জারি করতে আমার আপত্তি ছিল। দফতরের ৭০ শতাংশ কর্মীই অসমিয়। তাঁদের নিজেদের ভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়া অন্যায়। কর্তৃপক্ষের চাপে বাধ্য হয়ে ওই নিয়ম চালু করতে হয়েছিল।”
আজ গুয়াহাটি প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্ণধার বাগলার তরফে একটি বিবৃতি পাঠিয়ে এমন নির্দেশের জন্য ক্ষমা চাওয়া হয়। লিখিত ক্ষমাপ্রার্থনায় সন্তুষ্ট হয়নি অসম যুব পরিষদের সদস্যরা। সিমেন্ট কোম্পানির কর্তা রতনবাবুকে মাটিতে বসে, হাতজোড় করে ক্ষমা চাইতে হয়। তিনি প্রতিশ্রুতি দেন, সংস্থার অসম শাখার সব কর্মীদের এ বার অসমিয়া ভাষা শেখানোর ব্যবস্থা করা হবে। |
|
|
|
|
|