|
|
|
|
বচসার জেরে নিখোঁজ যুবক ফিরলেন
নিজস্ব সংবাদদাতা • রাঁচি
২১ জানুয়ারি |
স্ত্রী’র সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়েছিল বাড়ির ছেলে। তাঁকে খুন করা হয়েছে বলে ছেলের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করেছিলেন নিখোঁজ যুবকের মা-বাবা।
সবাইকে অবাক করে এক বছর পর ঘরে ফিরলেন ওই যুবক। জানালেন, বৌ-য়ের সঙ্গে ঝগড়া করে পঞ্জাবে চলে গিয়েছিলেন।
এমনই ঘটনা ঘটেছে সাঁওতাল পরগনার সাহেবগঞ্জ জেলার কোটাল পোখরে। গতকাল সন্ধ্যায় নিজের গ্রামে ফিরেছেন ‘নিখোঁজ’ সঞ্জয় রাজোয়ার। পুলিশ তাঁকে গ্রেফতার করে পাকুড়ে নিয়ে যায়। আজ সকালে তাঁকে আদালতে হাজির করা হয়। পরে, দু’ পক্ষে মিটমাট হয়েছে।
পুলিশ জানায়, সঞ্জয়ের সঙ্গে পাকুড়ের হিরণপুর থানা এলাকার গোসাইপুরের বাসিন্দা কল্পনাদেবীর বিয়ে হয়েছিল। স্ত্রী’র বাপের বাড়ি যাওয়া নিয়ে ওই দম্পতির মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা হত। গত বছর ফেব্রুয়ারি মাসে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে যান কল্পনাদেবী।
পুলিশ জানিয়েছে, স্ত্রী’কে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে গোঁসাইপুর যান সঞ্জয়। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেও তাঁর বচসা হয়। সঞ্জয় তদন্তকারীদের জানিয়েছেন, গোঁসাইপুর থেকে ২৫ কিলোমিটার রাস্তা হেঁটে তিনি চলে যান বোরহরোয়া স্টেশনে। সেখান থেকে পঞ্জাবের ট্রেন ধরেন।
সঞ্জয় বাড়িতে না-ফেরায় তাঁর পরিবারের লোকজন কল্পনাদেবী এবং তাঁর বাপের বাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেন। মৃতদেহ না-পাওয়ায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে, এক বছর ধরে সঞ্জয়ের শ্বশুর বাড়ির লোকজনকে বিভিন্ন সময় পুলিশের জেরার মুখে পড়তে হয়।
গতকাল সন্ধ্যায় সঞ্জয়কে গ্রামে দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। সাহেবগঞ্জের পুলিশ যোগাযোগ করে পাকুড়ের পুলিশের সঙ্গে। সঞ্জয়কে গ্রেফতার করে পাকুড় নিয়ে যায় পুলিশ। আজ আদালতে গিয়ে অবশ্য দু’পক্ষই নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে নেন। |
|
|
|
|
|