টুকরো খবর |
নারায়ণন, ওয়াঞ্চুর সাক্ষ্য চায় সিবিআই
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
২১ জানুয়ারি |
ভিভিআইপিদের জন্য কপ্টার কেনার দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গ ও গোয়ার রাজ্যপালের সাক্ষ্য নিতে রাষ্ট্রপতির অনুমতি চাইল সিবিআই। কেন্দ্রীয় আইন মন্ত্রক এই অনুমতি না দেওয়ায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে আর্জি পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। ভারতে ভিভিআইপিদের জন্য কপ্টার বিক্রি করতে গিয়ে ইউরোপীয় সংস্থা অগুস্তাওয়েস্টল্যান্ড ঘুষ দিয়েছিল বলে অভিযোগ। এই অভিযোগ নিয়ে হইচইয়ের জেরে ওই চুক্তি বাতিল করেছে ভারত সরকার। প্রাক্তন এয়ার মার্শাল এস পি ত্যাগী-সহ কয়েক জনের বিরুদ্ধে মামলা করেছে সিবিআই। কপ্টার কেনার সিদ্ধান্তের সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এম কে নারায়ণন। এখন তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি বাহিনীর তৎকালীন প্রধান বি ভি ওয়াঞ্চু এখন রয়েছেন গোয়ার রাজ্যপালের দায়িত্বে। তাঁদের সাক্ষ্য নিতে আগে আইন মন্ত্রকের অনুমতি চেয়েছিল সিবিআই। আইন মন্ত্রক জানিয়ে দেয়, সাংবিধানিক পদে থাকায় তাঁদের রক্ষাকবচ রয়েছে। সাক্ষ্য নেওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। সিবিআই সূত্রে খবর, রাষ্ট্রপতি রাজ্যপাল নিয়োগ করেন। তা-ই এ বার তাঁর অনুমতি চাওয়া হয়েছে। রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি পরামর্শ নিতে পারেন।
|
চুরি করে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
এটিএম কার্ড চুরি করে, ৪০ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগে যুবককে ধরেছে পুলিশ। কিয়স্কে লাগানো ক্যামেরার ফুটেজ দেখে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে ধুবুরি জেলার ফকিরগঞ্জ থানার চিরাখোয়া গ্রামে ঘটনাটি ঘটে পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মনোয়ার আলি।
|
কোকরাঝাড়ে আবার খুন বাঙালি ব্যবসায়ী |
অসমের কোকরাঝাড় জেলায় ফের এক বাঙালি ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ কোকরাঝাড় জেলার ফকিরাগ্রাম থানার খোকসি বাজারে সুধাংশু সরকার (৫২) নামে ওই ব্যবসায়ীকে খুন করা হয়। শনিবার রাতেই এই জেলায় এক বাঙালি ব্যবসায়ীকে এ ভাবেই খুন করা হয়েছিল। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সুধাংশুবাবুকে খুনে জড়িত রয়েছে কেএলও। দাবি মতো টাকা না দেওয়ায় তাঁকে খুন করা হয় বলে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে। সুধাংশুবাবু খোকসি গ্রামের বাসিন্দা। ওই বাজারেই তাঁর একটি মুদি দোকান রয়েছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ে দু’টি বাইকে চেপে চার দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে গুলি করে। জেলা পুলিশের একটি বিশাল দল ঘটনাস্থলে গিয়েছে। জেলার পুলিশ সুপার সুনীল কুমার জানান, “ঘটনার সঙ্গে কেএলও জঙ্গিরা জড়িত বলে মনে হচ্ছে। তল্লাশি শুরু হয়েছে। জেলা জুড়ে সেনা-পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ অভিযান শুরু হয়েছে। জেলার সব থানাগুলিকে সর্তক করা হয়েছে।”
|
বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ |
ওড়িশায় শাসকদলের এক বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করল পুলিশ। পুলিশ জানায়, অভিযুক্তের নাম শ্রীনাথ সোরেন। তিনি ময়ূরভঞ্জের উদালা কেন্দ্রের বিজেডি বিধায়ক। বিরোধীদের চক্রান্ত বলে ওই অভিযোগ উড়িয়েছেন শ্রীনাথ। এসডিপিও কে সি নায়েক জানিয়েছেন, অভিযোগকারিণীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। তদন্ত চলছে। বছর আটত্রিশের ওই মহিলার অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ১ লক্ষ টাকা নিয়েছিলেন শ্রীনাথ। কিন্তু, কোনও কাজ তিনি পাননি। টাকা ফেরত চাইলে ওই মহিলাকে নিজের বাড়িতে ডেকে পাঠান বিধায়ক। অভিযোগ, ৩ জানুয়ারি শ্রীনাথের বাড়িতে গেলে তাঁকে একটি ঘরে আটকে রাখা হয়। শ্রীনাথ এবং আরও এক জন মিলে তাঁকে ধর্ষণ করে। কোনওভাবে সেখান থেকে পালিয়ে স্থানীয় থানায় যান ওই মহিলা। তাঁর অভিযোগ, সেখানে পুলিশ কোনও সাহায্য করেনি। এরপর আদালতের দ্বারস্থ হন তিনি। বিচারকের নির্দেশে পুলিশ মামলা রুজু করে।
|
সৌরশক্তি চালিত আলো |
|
ছবি: ডব্লুটিআই। |
বন্যপ্রাণ সংরক্ষণে উৎসাহ দিতে অরুণাচলের মেহাও অরণ্যের লাগোয়া প্রত্যন্ত, বিদ্যুৎহীন মায়োডিয়া গ্রামের বাসিন্দাদের হাতে সৌরশক্তি চালিত আলো, ব্যাটারি ও অন্যান্য সামগ্রী তুলে দিল ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া। রাজ্যের বন ও পরিবেশ দফতর এবং বিদ্যুৎ দফতরের সহযোগিতায়, এই প্রথম বার গ্রামে বিকল্প বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা হল। সংগঠনটির তরফে সুনীল কেইরং বলেন, “এশিয়ার কালো ভালুক ও অন্য প্রাণী সংরক্ষণে অরণ্য-গ্রামের বাসিন্দাদের সাহায্য প্রয়োজন।” মেহাওয়ের ডিএফও কেউজুম রিনা বলেন, “এই প্রকল্প গ্রামবাসী ও সংরক্ষণকর্মীদের মধ্যে বন্ধন দৃঢ়তর করবে বলেই আশা।”
|
ধর্ষণের অভিযোগ |
অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল অসমের লখিমপুরের বগিনদী অঞ্চল। ঘেরাও হল থানা। অবরোধ করা হল জাতীয় সড়ক। পুলিশ জানায়, ওই ছাত্রী ও তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় তরিয়ানি গ্রামের বাসিন্দা তুকেশ্বর হাজরিকা গ্রামেরই এক বাসিন্দার বাড়ি যায়। তিনি তখন বাড়িতে ছিলেন না। বাড়িতে অন্য কেউও ছিল না। সেই সুযোগে প্রতিবেশীর ১৪ বছরের কন্যার উপরে যৌন নিগ্রহ চালায় সে। মেয়েটির চিৎকারের শব্দে পড়শিরা জড়ো হয়ে যান। এর পর ঘরের দরজা ভেঙে ঢুকে তুকেশ্বরকে হাতেনাতে ধরা হয়। চলে বেধড়ক মারধর। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
|
বিস্ফোরক উদ্ধার |
যৌথ অভিযান চালিয়ে মুঙ্গের থেকে গ্রেনেড এবং বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে ধরহারা থানার পসরা এলাকার ঘটনা। মাওবাদী ডেরায় হানা দিয়ে ৩৮টি গ্রেনেড এবং ১০০ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। জেলার এসপি জিতেন্দ্র রাণা বলেন, “মাওবাদীরা সেখান থেকে পালিয়ে যায়। তাদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।” |
|