টুকরো খবর
প্রসূতি বিভাগে শয্যা বাড়ল মেডিক্যালে
নতুন সাজানো বিভাগ। —নিজস্ব চিত্র।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্প্রসারিত স্ত্রী ও প্রসূতি বিভাগের উদ্বোধন হল সোমবার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের এই বিভাগে শয্যা সংখ্যা ১০০ থেকে বেড়ে হল ২১০টি। আগে এখানে মাত্র দু’টি প্রসূতি শয্যা ছিল। এখন সেটি বেড়ে হল ২৮টি। সম্প্রসারিত স্ত্রী রোগ ও প্রসূতি ওয়ার্ডের নাম রাখা হয়েছে চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের নামে। সুপার আরও জানিয়েছেন, হাসপাতালের অসুস্থ নবজাতক পরিষেবা কেন্দ্র বা এসএনসিইউকেও নতুন করে সাজানো হয়েছে। আগে এই ওয়ার্ডে ছিল ২৬টি শয্যা। এখন সেটি বেড়ে হল ৯০টি। অনুষ্ঠানে ছিলেন বিধানসভার স্বাস্থ্য সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্মল মাঝি ও মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁরা বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মা ও শিশু মৃত্যুর হার কমাতে বদ্ধপরিকর। গোটা রাজ্য জুড়েই স্ত্রী ও প্রসূতি বিভাগের সম্প্রসারন ঘটবে।”তবে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়লেও চিকিৎসক ও নার্সের সংখ্যা না বাড়ার কারণে সমস্যা কতখানি মিটবে সেই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার অসিতবরণ সামন্ত বলেছেন, “চিকিৎসকদের সংখ্যা নিয়ে সমস্যা নেই। তবে অন্তত আরও ১০ জন করে নার্স ও জিডিএ দরকার। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, মার্চের মধ্যে প্রয়োজনীয় নার্স ও জিডিএ মিলবে।”

হৃদ্রোগ নিয়ে
হার্টের মাইট্রাল ভাল্ভের সমস্যা দূর করতে আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনাচক্র হয়ে গেল কলকাতায়। উদ্যোক্তা অ্যাসোসিয়েশন অফ থোরাসিক অ্যান্ড কার্ডিওভাস্কুলার সার্জনস অব ওয়েস্ট বেঙ্গল। কী ভাবে অস্ত্রোপচারের মাধ্যমে এই রোগের চিকিৎসা সম্ভব, সে নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন চিকিৎসক কুণাল সরকার, উদয়নারায়ণ সরকার, ভবতোষ বিশ্বাস, শৈবাল গুপ্ত প্রমুখ।

চক্ষুপরীক্ষা শিবির
একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সোমবার বিনা খরচে চক্ষুপরীক্ষা শিবির আয়োজিত হয়। রানিগঞ্জের শিশুবাগানে শিবিরে দু’জন চিকিৎসক ১৫০ জনের চোখ পরীক্ষা করেন। তাঁদের মধ্যে ৬০ জনকে ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয়েছে। আয়োজক সংস্থা জানায়, বিনা খরচে অপারেশন করা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.