মুন্ডুহীন দেহ
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
চা বাগানের নালা থেকে মুন্ডু বিহীন দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ডুয়ার্সের মালবাজার থানার কুমলাই চা বাগানের ৮ নম্বর সেকশনে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় এখনও উদ্ধার করা যায়নি। দেহের কাছেই একজোড়া জুতো, রুমাল এবং একটি রক্তমাখা ছুরিও উদ্ধার হয়েছে। এদিন সকালে বাগানের শ্রমিকেরা দেহটি দেখতে পান। উচ্চ পদস্থ পুলিশ অফিসারেরা ঘটনাস্থলে যান। পুলিশ কুকুর এনে দেহের মাথার খোঁজ চলে। তবে রাত অবধি তা মেলেনি। পুলিশের অনুমান, বাগান লাগোয়া এলাকায় ওই ব্যক্তিক খুন করে দেহটি এনে ওই নালায় ফেলা হয়। পুলিশ আধিকারিক অরিন্দম সরকার জানান, কুমলাই চা বাগান কর্তৃপক্ষের করা অভিযোগের ভিত্তিতে খুনের মামলা শুরু করা হয়েছে। তদন্ত চলছে।
|
জলপাইগুড়ির পান্ডাপাড়ার কংগ্রেস ভবন মাঠে ১৯৩৯ সালে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সভায় উপস্থিত ছিলেন সুভাষচন্দ্র বসু। গবেষকদের একাংশের দাবি, ওই সভা থেকে নেতাজি ঘোষণা করেন‘ব্রিটিশ ভারত ছাড়ো’। ওই মাঠকেই এ বার তাঁর জন্মজয়ন্তী পালনের জন্য বেছে নিয়েছে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস। প্রাচীন শহরের ঐতিহ্যের কথা ফের এক বার স্মরণ করাতে, সাত দশকের বেশি সময়ের ঐতিহাসিক মুহূর্তের বিভিন্ন দিক নতুন প্রজন্মের সামনে মেলে ধরতে চান তৃণমূল নেতৃত্ব। দলের জলপাইগুড়ি জেলা সভাপতি চন্দন ভৌমিক বলেন, ‘‘২২ জানুয়ারি থেকে ওই মাঠে অনুষ্ঠান শুরু হবে। ওই দিন বিশিষ্ট নাগরিকদের সম্মান জানানো হবে।” ইতিহাসের গবেষকরা জানান, ১৯৩৯ সালের বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্মেলনে দুটো মঞ্চ হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাদেশিক সভাপতি শরৎচন্দ্র বসু, প্রধান অতিথি সর্বভারতীয় কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্র বসু। সম্মেলনে যোগ দিতে এসে সুভাষচন্দ্র বসু ও শরৎচন্দ্র বসু শহরের বাবুপাড়ার তারিণীপ্রসাদ রায়ের বাড়িতে ছিলেন।
|
রাজ্যের বিভিন্ন এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছে গণতান্ত্রিক মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা কমিটি। ২২ জানুয়ারি কর্মী সমর্থকরা জেলার প্রতিটি ব্লকে বিক্ষোভ দেখাবেন বলে জানানো হয়েছে। জলপাইগুড়ি শহরের থানা মোড়ে বিকেল ৩টা নাগাদ সংগঠনের তরফে বিক্ষোভ দেখান হবে। মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদক মেরিনা বেগম জানান, “গত শনিবার প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় এবং আনন্দচন্দ্র কলেজে ছাত্র সংসদ নির্বাচনে বহিরাগতদের তাণ্ডবের ঘটনার প্রতিবাদ জানানো হবে।”
|
মালিক না আসায় ভেস্তে গেল বন্ধ তোর্সা চা বাগানের ত্রিপাক্ষিক বৈঠক। সোমবার আলিপুরদুয়ারে সহ শ্রম আধিকারিকের দফতরে শ্রমিক সংগঠনগুলির নেতারা উপস্থিত থাকলেও, বৈঠকে যোগ দেননি বাগান কর্তৃপক্ষ। ১৫ জানুয়ারি থেকে মালিক পক্ষের বিরুদ্ধে দুর্ব্যবহার ও বকেয়া মেটানোর দাবিতে কাজ বন্ধ করেন শ্রমিক ও কর্মীরা। আলিপুরদুয়ারের সহ শ্রম আধিকারিক বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, “তোর্সা চা বাগান নিয়ে বৈঠক ডাকা হয়। মালিক পক্ষের কেউ আসেনি। ২৭ জানুয়ারি ফের ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে।”
|
দুটি কলেজে ছাত্র সংসদ গঠন করল তৃণমূল ছাত্র পরিষদ। আলিপুরদুয়ার কলেজে ৪৯টি আসনে নির্বাচন হয়েছিল, সব আসনেই তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা জয়ী হন। এ দিন ওই কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শশাঙ্ক দে। বিবেকান্দ কলেজে ২৯টি আসনের মধ্যে ২৮টিতে জেতে তৃণমূল সমর্থকরা। ওই কলেজের সাধারণ সম্পাদক হয়েছেন শিবা সরকার।
|
মুজনাই নদীর সংস্কারের কাজ শুরু |
প্রায় দু’দশক ধরে থমকে থাকা মরা মুজনাই নদীর সংস্কারের কাজ শুরু হয়েছে ফালাকাটায়। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সাহায্যে প্রায় সাড়ে তিন কোটি টাকার এই প্রকল্প পরিচালনার দায়িত্বে রয়েছে ফালাকাটা পঞ্চায়েত সমিতি। সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুরেশ লালা জানান, নদীর সংস্কারের পরে পাড় বাঁধিয়ে, গাছ লাগিয়ে এলাকার সৌন্দর্য বাড়ানো হবে। পরে বোটিংয়ের ব্যবস্থা করে ধাপে ধাপে তা সাজিয়ে তুলে ইকো ট্যুরিজম কেন্দ্র গড়া হবে। |