বাঁকুড়ার খাতড়া আদিবাসী কলেজের প্রথম বর্ষের ছাত্রী অনুশ্রী কর্মকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় নামলেন ওই তরুণীর বন্ধু, পড়শি এবং স্থানীয় বাসিন্দারা। সোমবার সাইকেল-মিছিল করে আইসি-র কাছে স্মারকলিপি দেন। এসপি মুকেশ কুমার সোমবার বলেন, “রেল পুলিশের সঙ্গে যৌথ ভাবে তদন্ত শুরু হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাতড়ার বেনা গ্রামের ওই তরুণী বুধবার গ্রামেরই এক তরুণীর (যিনি কলেজে অনুশ্রীর সহপাঠীও) সঙ্গে কলেজে যাচ্ছেন জানিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে আর ফেরেননি। বৃহস্পতিবার ভৈরবস্থানের কাছে বাঁকুড়া-আদ্রা রেললাইনের ধার থেকে তাঁর দেহ মেলে। শনিবার রাতে ওই তরুণী এবং পাশের গ্রামের এক যুবকের বিরুদ্ধে তাঁর মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়ে খুনের অভিযোগ করেন অনুশ্রীর বাবা তপন কর্মকার। সোমবারও কাউকে ধরতে পারেনি পুলিশ। মেলেনি অনুশ্রীর মোবাইলটিও। পুলিশের এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তের পরেও ওই তরুণীর মৃত্যু রীতিমতো রহস্যজনক। মৃত্যুর পিছনে প্রেমঘটিত বা অন্য কোনও ব্যাপার রয়েছে কি না তা দেখা হচ্ছে। তরুণীর পরিচিত এবং বন্ধুদের সঙ্গেও কথা বলা হচ্ছে। তৃতীয় বর্ষের বাপন দাস বলেন, “ভীষণ মিশুকে মেয়ে ছিল অনুশ্রী। ও কী ভাবে মারা গেল সেটাই তো রহস্যজনক লাগছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক এটাই চাই।”
|