কেনাকাটা করতে যাচ্ছেন? ভোটার কার্ডটা নিন। মোবাইল ফোন বা জিনস, ভোটার কার্ড দেখালেই পাবেন ছাড়। বেশি নয় অবশ্য, এক-দুই শতাংশ। তা-ই বা মন্দ কী?
ভোটার তালিকায় নাম লেখাতে তরুণদের উৎসাহ দিতে এমনই ব্যবস্থা নিচ্ছে নদিয়া জেলা প্রশাসন। ‘জাতীয় ভোটার দিবস’ ২৫ জানুয়ারি থেকে টানা এক বছর মিলবে এই সুবিধে। নির্বাচন কমিশনও সম্মতি জানিয়েছে এই পরিকল্পনায়। এত দিন স্কুল-কলেজে রচনা বা আঁকা প্রতিযোগিতা, ক্যুইজ, এমনকী ঘুড়ির লড়াইয়েরও আয়োজন করেছে কমিশন। কিন্তু ভোটার কার্ড দেখালে ছাড় পাওয়ার ‘অফার’ একেবারে অভিনব।
জেলা প্রশাসন সুত্রে খবর, নদিয়ার বিভিন্ন শহরে একশোটি দোকান চিহ্নিত করা হয়েছে। জেলার ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে সেই সব দোকানের সঙ্গে ‘পার্টনারশিপ’ করছে জেলা প্রশাসন। ‘জাতীয় ভোটার দিবস’ ২৫ জানুয়ারি থেকে টানা এক বছর জেলার ওই সব দোকানগুলিতে যে কোনও বয়সের মানুষ যে কোনও মূল্যের সামগ্রী কেনাকাটা করে ভোটার কার্ড দেখালে এক থেকে দুই শতাংশ ছাড় পাবেন। আগামী দিনে দোকানের সংখ্যা আরও বাড়াবে। বিউটিপার্লার, হোটেল-রেস্টুরেন্ট থেকে মনোহারী সামগ্রী, পোশাক, মোবাইল ফোন, গয়নার দোকানও থাকছে তালিকায়।
জেলা শাসক পিবি সালিম বলেন, “এমন সব দোকানকে চিহ্নিত করেছি যেগুলিতে সাধারণত ‘টিন এজার’রা যায়। কেনাকাটায় ছাড় পাওয়ার লোভে তারা ভোটার তালিকায় নাম তুলবে, এমনটাই আশা করছি।” তাঁর উদ্বেগ, ১৮-২৫ বছর বয়সের প্রায় ৫০% ছেলেমেয়ের নাম ভোটার তালিকায় নেই। এ ভাবে চললে আগামী দিনে ভোটার তালিকা ক্রমশ ছোট হবে। তাতে দেশের গণতন্ত্রেরই ক্ষতি।
লক্ষ্য তরুণরা হলেও, সব বয়সের মানুষই ভোটার কার্ড দেখিয়ে ছাড় পাবেন, জানান ডিএম। কিন্তু ব্যবসায়ীরা কেন এ ভাবে টানা এক বছর ছাড় দিতে রাজি হয়ে গেলেন? সাধারণত কোনও ব্যবসায়িক সংস্থা ‘ডিসকাউন্ট কুপন’-এর মাধ্যমে ছাড়ের সুযোগ দিলে, ব্যবসায়ী যে ছাড় দেয় তা তারাই পূরণ করে দেয়। এ ক্ষেত্রে সরকার কি ওই ছাড়ের অর্থ দেবে? জেলার এক চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক গোকুল সাহা জানান, টাকা মিলবে না, তবে অশোকস্তম্ভ ও নির্বাচন কমিশনের প্রতীক-আঁকা সার্টিফিকেট দেওয়া হবে। তার মূল্যও ব্যবসায়ীদের কাছে কম নয়। “ছাড়ের লোভে অনেকেই ওই দোকানগুলিতেই কেনাকাটা করবে। লাভ কমলেও বিক্রি বাড়বে।” তবে গোকুলবাবুর দাবি, লাভের কথা ভেবেই যে ব্যবসায়ীরা এই উদ্যোগে যোগ দিয়েছেন, তা নয়। “ব্যবসায়ীরাও দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে সচেতন।”
কী বলছে তরুণ প্রজন্ম? এখনও ভোটার তালিকায় নাম তোলেননি কৃষ্ণনগরের বাসিন্দা বছর উনিশের কবির খান। এই তরুণ বলেন, “ভোটার কার্ড থাকলেই কেনাকাটায় ছাড়? এ বার তো দেখছি ভোটার তালিকায় নাম তুলতেই হয়।” |