বক্সা ব্যঘ্র প্রকল্পের (পূর্ব) ছিপরা জঙ্গল লাগোয়া একটি গ্রামে তাণ্ডব চালিয়েছে হাতির দল। রবিবার রাতে বড় চৌকিরবসের দাসপাড়া গ্রামে। গ্রামবাসী ও বনকর্মীরা মশাল জ্বেলে, পটকা ফাটিয়ে বুনোদের তাড়ানোর চেষ্টা করলেও ঘণ্টাখানেক আলু, বাঁধা কপি ও ফুল কপি খেতে দাপিয়ে বেড়ায় দলটি। ঘর ভেঙে দেয়। আলিপুরদুয়ার ২ পঞ্চায়েত সমিতি সদস্য বাসব পণ্ডিত বলেন, “আলু, বাঁধাকপি, ফুলকপি, শসার লোভে হাতির দল লোকালয়ে চলে আসছে।” বক্সা ব্যঘ্র প্রকল্পের (পূর্ব) বিভাগের সহকারী ক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি বলেছেন,“গ্রামগুলিতে রাতে টহলদারির ব্যবস্থা হয়েছে। দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে।”
|
|
মোরগ লড়াই। বাঁকুড়ার সতীঘাটে তোলা নিজস্ব চিত্র। |
|
বাংলাদেশে পাচারের আগে তিনটি পিকআপ ভ্যান ভর্তি চন্দন কাঠের লগ আটক করল পুলিশ ও বন দফতর। সোমবার ভোরে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার বটুন অঞ্চলের আবইল প্রাথমিক স্কুলের সামনে ঘটনাটি ঘটে। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক সহ ৫ জনকে। এডিএফও মানস আচার্য বলেন, “মোট ১৫২টি লাল চন্দনের লগ উদ্ধার করা হয়েছে। আটক সামগ্রীর মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।” পুলিশ জানিয়েছে, তামিলনাড়ু থেকে চন্দনকাঠের লগগুলি কুমারগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের জন্য গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। ছবি: অমিত মোহান্ত।
|
বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের ভল্কা বনাঞ্চল থেকে গাছ কেটে কোচবিহারে নিয়ে যাওয়ার পথে কাঠবোঝাই একটি অটো ভ্যান আটক করেছে বনকর্মীরা। অভিযুক্তরা পালালেও তাদের খুঁজছেন পুলিশ ও বন দফতরের কর্মীরা। ভল্কা রেঞ্জের রেঞ্জ অফিসার তরুন মিশ্র জানান, উদ্ধার হওয়া কাঠের মূল্য লক্ষ টাকা।
|
|
পানবাড়ির এক ছোট চা বাগানের নালা থেকে সোমবার একটি ময়াল উদ্ধার
হয়েছে। শ্রমিকদের থেকে খবর পেয়ে রামসাই বন্যপ্রাণী বিভাগের কর্মীরা
গিয়ে সেটিকে গরুমারায় জঙ্গলে ছেড়ে দেন। ছবি: দীপঙ্কর ঘটক। |
|