গুড়াপের স্কুলে ঢুকে মারধর করণিককে
নিজস্ব সংবাদদাতা • গুড়াপ |
স্কুলের মধ্যে ঢুকে এক করণিককে মারধরের অভিযোগ উঠল দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সোমবার দুপুরে গুড়াপের ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রহৃত নুর ইসলাম হালদার গুড়াপের চেরাইগ্রাম উচ্চ বিদ্যালয়ে কাজ করেন। অভিযোগ, বেলা দেড়টা নাগাদ ওই দুই তৃণমূল কর্মী স্কুলে ঢুকে তাঁকে হঠাৎই মারধর করে। স্কুলের অন্য কর্মী-শিক্ষকরা এসে পরিস্থিতি সামাল দেন। গত পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ আসনে সিপিএম প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছিলেন নুর। মারধরের ঘটনায় দলের কোনও কর্মী জড়িত নয় বলে দাবি তৃণমূলের।
|
বিবেকানন্দের স্মরণে অনুষ্ঠান |
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে সম্প্রতি হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে নানা অনুষ্ঠান হল সুগন্ধ্যা উচ্চ বালিকা বিদ্যালয়ে। যুবকল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠান রূপায়ণ করে পোলবা-দাদপুর বিডিও দফতর। স্বামীজিকে স্মরণ করার পাশাপাশি কন্যাশ্রী, যুবশ্রী-সহ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার করা হয়। সরকারের বিভিন্ন দফতরের প্রতিনিধিরা এসেছিলেন। কন্যাশ্রী প্রকল্পের আওতায় থাকা ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয় সেখানেই। ১০০ দিনের কাজের মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ উন্নীতকরণ নিয়ে আলোচনা হয়। ওই কাজের অঙ্গ হিসেবে বৃক্ষরোপণ করা হয়। স্বামীজির উপরে পোস্টার প্রদর্শনী হয়। অতিথি হিসেবে এসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
|
জেলা মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল হাওড়া-হুগলিতে। সম্প্রতি হাওড়ার ফুলেশ্বর কালসাপা ফুটবল মাঠে এবং আরামবাগের বসন্তপুর ফুটবল মাঠে এই খেলা হয়। হাওড়াতে এই প্রতিযোগিতায় যোগ দেয় ২৭টি মাদ্রাসার প্রায় ৫০০ জন প্রতিযোগী। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পুলককান্তি দেব, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক হায়দার আজিজ সফি প্রমুখ। অন্য দিকে, হুগলির এই প্রতিযোগিতায় যোগ দেয় ৫০টি মাদ্রাসার ৩০০ জন ছাত্রছাত্রী। এই উপলক্ষে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, মহকুমাশাসক অরিন্দম রায় প্রমুখ।
|
আরামবাগের কিশলয় মুক্তি মন্দির বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল রবিবার। ছিল প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। শিশুদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন হয়। |