টুকরো খবর
হাতিবাগানে পুর-লাইসেন্স
হাতিবাগান বাজারের দোকানগুলিকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিল পুর প্রশাসন। ওই বাজারে এখন প্রায় ৮০০টি দোকান আছে। ২০১২-র মার্চে ওই বাজারে আগুন লাগার পরে সেখানকার দোকানগুলির লাইসেন্স নবীকরণ বন্ধ করে পুরসভা। তখন দমকল থেকে জানানো হয় অগ্নি-নির্বাপণ ব্যবস্থা যথাযথ না হওয়া পর্যন্ত কোনও দোকানের লাইসেন্স দেওয়া যাবে না। সে ব্যাপারে কী কী পদক্ষেপ করা দরকার তা-ও জানিয়ে দেওয়া হয় দোকানদের। বাজারটি বেসরকারি হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুর কর্তৃপক্ষ সেখানে জলের জোগানের জন্য গভীর নলকূপ বসান। দমকলের প্রস্তাব মতো ওই বাজারে অগ্নি-নির্বাপণের সব ব্যবস্থা করা হয়েছে বলে পুর সূত্রের খবর। এ দিন বাজার কমিটির একদল প্রতিনিধি পুর-কমিশনার খলিল আহমেদের সঙ্গে দেখা করেন। পুর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ওই দোকানদারদের লাইসেন্স নবীকরণ করার অনুমতি দেওয়া হয়েছে লাইসেন্স দফতরকে। শীঘ্রই তা দেওয়া শুরু হবে।

মোদীর জন্য সই সংগ্রহ বিজেপির
ব্রিগেডে ৫ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর সভার প্রচারের লক্ষ্যে স্বাক্ষর সংগ্রহে নামল রাজ্য বিজেপি। কলেজ স্কোয়্যারে সোমবার দলের ক্রীড়া সেলের ওই অভিযানের উদ্বোধন করে বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, “মোদীজি’র অনুরাগী যুব সমাজের কাছে পৌঁছনোর উদ্দেশ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে ওই অভিযান হয়েছে।” রাহুল জানান, এ দিন প্রায় দশ হাজার সই জোগাড় হয়েছে। তাঁদের লক্ষ্য, এক লক্ষ মানুষের সই মোদীর হাতে তুলে দেওয়া। হাওড়ার পর এ দিন শ্যামবাজারে মোদীর নামাঙ্কিত চায়ের দোকানেরও উদ্বোধন করেন রাহুল। শ্যামবাজারে এ দিন দলের যুব মোর্চার সদস্যকরণ অভিযানও হয়। মোদীর সভার প্রচারের জন্য আরও এক গুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি। আজ, মঙ্গলবার সল্টলেক সেক্টর-৫ এ মোদীর সভার আসন সংরক্ষণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন শিবির হবে। বুধবার বহরমপুরে জনসভায় বক্তৃতা করবেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডা। ওই দিনই সংখ্যালঘুদের বাড়ি গিয়ে প্রচার করবে বিজেপি। বাবুঘাট থেকে গাঁধীঘাট ২৫ জানুয়ারি গঙ্গাবক্ষে ‘জলরথ’-এর মাধ্যমে প্রচার হবে। ২৬ জানুয়ারি শ্যামবাজার থেকে গিরিশ পার্ক ‘রান ফর মোদী’-তে থাকবেন অভিনেতা গজেন্দ্র চহ্বান।

গাড়ির ধাক্কায় মৃত্যু বৃদ্ধার
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। সোমবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে মৌলালি যুব কেন্দ্রের সামনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অমর কৌর (৭৩)। তিনি ট্যাংরা থানা এলাকার নফর কোলে রোডের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধা এ দিন দুপুরে মৌলালির আচার্য জগদীশচন্দ্র বসু রোড ধরে হাঁটছিলেন। সে সময়ে পিছন থেকে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। ওই বৃদ্ধা রাস্তাতেই ছিটকে পড়ে গেলে গাড়িটি নিয়ে চালক দ্রুত গতিতে পালিয়ে যায়। এর পরেই ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত পুলিশকর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাকে এনআরএসে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

চাঁদের পাহাড়ের দেশে
ছবিটি তুলেছেন বিশ্বনাথ বণিক।
কলকাতাকে ডাক পাঠাল চাঁদের পাহাড়ের দেশ। এ শহর তথা ভারতের পর্যটকদের দক্ষিণ আফ্রিকা ভ্রমণের হাজারো সুলুকসন্ধান দিতে রোড-শো নিয়ে ফের ভারতে এল সে দেশের পর্যটন দফতর। হোটেল থেকে সাফারি, অ্যাডভেঞ্চার স্পোর্টস থেকে কেনাকাটা, যাতায়াতের ব্যবস্থা থেকে ঘোরাঘুরি সবেরই যাবতীয় তথ্য নিয়ে এখানকার পর্যটন সংস্থাগুলির কাছে এ বার হাজির দক্ষিণ আফ্রিকার মোট ৬৬টি সংস্থা। সোমবার, কলকাতার এক হোটেলে এই রোড শো-র সূচনাপর্বে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা পর্যটন দফতরের কান্ট্রি ম্যানেজার হ্যানেলি স্ল্যাবার এবং অস্ট্রেলিশিয়ার রিজিওনাল ডিরেক্টর ইভলিন মাহলাবা।

পুলিশকর্মীদের জন্য
বিধাননগর কমিশনারেট তাদের দ্বিতীয় বর্ষ উদ্যাপনে পুলিশকর্মীদের জন্য স্বাস্থ্যশিবির ও চক্ষু পরীক্ষার আয়োজন করল। সোমবার বিধাননগরে কমিশনারেট অফিস প্রাঙ্গণে এই কর্মসূচির সূচনা করেন কমিশনার রাজীব কুমার। প্রায় দেড় হাজার পুলিশকর্মী স্বাস্থ্যশিবিরে যোগদান করেন। পরে পুলিশকর্মীরা প্রীতি ভলিবল খেলাতেও অংশ নেন।

বিভাগীয় তদন্ত
একটি মামলার তদন্ত নিয়ে এক সাব-ইনস্পেক্টরের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠায় কাশীপুর থানার ওসি-র বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হল। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) গৌরব শর্মা সোমবার জানান, শান্তনু মজুমদার নামে ওই সাব ইনস্পেক্টরের অভিযোগ, শনিবার রাতে তাঁর সঙ্গে ওসি মহম্মদ কলিমুদ্দিন দুর্ব্যবহার করেন। তিনি রবিবার ডেপুটি কমিশনারের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানান। তার ভিত্তিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.