স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
১০০ দিন প্রকল্পে একমাত্র দলীয় কর্মী-সমর্থকদেরই কাজ দেওয়া হচ্ছে। প্রকল্পের কাজ দেখভালের দায়িত্বে থাকা সুপারভাইজারও করা হচ্ছে দলীয় রং দেখেই। আবার অন্য সুপারভাইজারদের পাশাপাশি বাছাই করা শ্রমিকদেরও মজুরি কম দেওয়া হচ্ছে। এমনই কয়েকটি অভিযোগ তুলে মোট এগারো দফা দাবিতে তৃণমূল পরিচালিত দক্ষিণগ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দিল বিজেপি। সোমবার ওই স্মারকলিপি কর্মসূচিতে বিজেপি-র শ’খানেক কর্মী-সমর্থক যোগ দিয়েছিলেন। স্থানীয় বিজেপি নেতা তুষার দত্ত, জেলা নেতা ব্রজ মণ্ডলদের আরও অভিযোগ, “নলকূপ বসানোর জন্য পঞ্চায়েতে লক্ষ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে। অথচ অধিকাংশ গ্রামেই বিকল নলকূপ সংস্কার করা হয়নি। একটি কম্পিউটার সারাতে ৫০ হাজারেরও বেশি টাকা খরচ দেখিয়েছে। দলীয় পতাকা টাঙিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ করা হচ্ছে।” তৃণমূল প্রধান ছবি বাগদি বলেন, “সমস্ত অভিযোগের জবাব দেওয়ার জন্য আন্দোলনকারীদের আগামী সোমবার ডাকা হয়েছে।”
|
স্কুলে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
ফি বৃদ্ধির প্রতিবাদে সোমবার মাড়গ্রাম থানার সন্তোষপুর জেএম বিদ্যাপীঠে ফের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ। তাঁদের অভিযোগ, নতুন সেশনে ভর্তিতে অতিরিক্ত সেশন চার্জ নেওয়ায় দুস্থ পড়ুয়ারা অসুবিধায় পড়েছে। প্রধান শিক্ষক ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “স্কুল পরিচালন কমিটির সিদ্ধান্ত অনুযায়ীই ফি নেওয়া হচ্ছে।” পরিচালন কমিটির সম্পাদক মহম্মদ রফিউদ্দিন বলেন, “সরকারি নিয়ম মেনেই ভর্তি ফি নেওয়া হচ্ছে। দুস্থ পড়ুয়ারদের ক্ষেত্রে আবেদন পেলে বিবেচনা করা হবে।”
|
রামপুরহাট পুরসভা মাঠ
রেশম কৃষি মেলা। আয়োজক: কেন্দ্রীয় রেশম গবেষণাগার ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
মহম্মদবাজার বিষ্ণুপুর হাইস্কুল
সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। বুধবার শেষ। |